উড়ে গেল চিরদিনই তুমি যে আমার, এ সপ্তাহে বেঙ্গল টপার কে? দেখুন টিআরপি তালিকা

Published:

TRP List
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বৃহস্পতিবার মানেই হল বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড আসার দিন। অর্থাৎ আজ নতুন করে জানা যাবে টিআরপি তালিকায় (TRP List) কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বা পিছিয়ে গেল। প্রতি সপ্তাহের মতো আজ বৃহস্পতিবারও সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা, আর এই তালিকা দেখে এবার চমকে যাওয়ার পালা আপনাদের। এমনিতে পুজোর পর থেকে বাংলা সিরিয়ালগুলির রেটিংস অনেকটাই কমেছে, সেইসঙ্গে পাল্লা দিয়ে চলছে হেরফের। এই সপ্তাহেও তার ব্যতিক্রম ঘটল না।

কে হল বেঙ্গল টপার?

আসলে ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় হল এই টিআরপি। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কশিট। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা টেলিভিশনে। কালীপুজোর আগে নতুন করে বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টেও। নিশ্চয়ই জানতে ইচ্ছুক এই সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল? চলুন জেনে নেবেন।

বেশ কিছু সময় পর ফের একবার বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল জি বাংলার ‘পরিণীতা’। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর 6.9 । অন্যদিকে চিরদিনই তুমি যে আমার 6.6 রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে। ত্রিওতিয় হয়েছে ফুলকি। এক কথায় চলতি সপ্তাহে জি বাংলার জয়জয়কার হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক চলতি সপ্তাহের সেরা ১০ সিরিয়ালের তালিকা।

একনজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

  • বেঙ্গল টপার- পরিণীতা 6.9
  • দ্বিতীয়- চিরদিনই তুমি যে আমার 6.6
  • তৃতীয়- ফুলকি 6.5
  • চতুর্থ- জগদ্ধাত্রী, পরশুরাম 6.3
  • পঞ্চম- রাঙ্গামতি তীরন্দাজ 6.1
  • ষষ্ঠ- আমাদের দাদামণি 6.0
  • সপ্তম- ও মোর দরদিয়া, রাজরাজেশ্বরী রাণী ভবানী 5.8
  • অষ্টম- জোয়ার ভাঁটা 5.7
  • নবম- তুই আমার হিরো 5.1
  • দশম- চিরসখা 4.9
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join