বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে চলেছেন বিরাট কোহলি। সেই মতোই অস্ট্রেলিয়ার মাটিতে পা পড়েছে টিম ইন্ডিয়ার। বৃহস্পতিবার ভোররাতে অজিভূমিতে পৌঁছেছেন শুভমন গিলরা। আর সে দেশে পা রেখেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক অপ্রত্যাশিত দার্শনিকসুলভ মন্তব্য করেছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli Viral Post)। আর সেটাকেই বড়সড় কোনও ইঙ্গিত হিসেবেই দেখছেন ভক্তরা।
আচমকা সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বিরাটের
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেই নিজের এক্স হ্যান্ডেলে একটি ক্ষুদ্র পোস্ট করেছেন বিরাট কোহলি। ওই ইঙ্গিতপূর্ণ পোস্টটিতে লেখা, ‘তুমি শুধুমাত্র তখনই ব্যর্থ হবে, যখন তুমি চেষ্টা করাটাই ছেড়ে দেবে।’ ভারতীয় মহাতারকার কথাটাকে সোজা করে বললে এর মানে দাঁড়ায়, যে কোনও ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর আশা ছেড়ে দেওয়া মানেই ব্যর্থতা স্বীকার করে নেওয়া।
না বললেই নয়, সাম্প্রতিককালে বিরাট কোহলি খুব একটা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আবেগি বা দার্শনিক সুলভ মন্তব্য করেন না। কোহলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জুড়ে যা ছড়ায় তার মধ্যে বেশিরভাগই বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। মাঝেমধ্যে পরিবারের সাথেও দু একটা ছবি পোস্ট করেন তিনি। কিন্তু আচমকা বিরাটের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এমন গুরু গম্ভীর এবং দার্শনিক সুলভ মন্তব্যকে বড়সড় ইঙ্গিত হিসেবেই নিচ্ছেন কোহলি ভক্তরা। অনেকেরই প্রশ্ন, তাহলে কি অস্ট্রেলিয়া সিরিজের আগে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ পোস্ট করেই নিজের অবসরের কথা বোঝাতে চাইলেন বিরাট?
The only time you truly fail, is when you decide to give up.
— Virat Kohli (@imVkohli) October 16, 2025
অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়া সফরের আগে বড় ভাইকে গুরুগ্রামের সম্পত্তি লিখে দিলেন বিরাট কোহলি, কারণ কী?
প্রসঙ্গত, ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসরের পর সাম্প্রতিককালে বিরাটের ওয়ানডে থেকে অবসরের বিষয় নিয়েও জল্পনা বেড়েছে। শোনা যাচ্ছে, হয়তো অস্ট্রেলিয়ার সিরিজের পরই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন বিরাট কোহলি। তবে এসবের মাঝে এও শোনা যাচ্ছে, 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে নাকি মরিয়া চিকু। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন একসময়ের সতীর্থ দীনেশ কার্তিকও। এদিকে টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকর বহু আগে একবার জানিয়েছিলেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের 2027 বিশ্বকাপের পরিকল্পনায় নেই। সব মিলিয়ে, অস্ট্রেলিয়া সিরিজ শেষে বিরাট অবসর নেন কিনা তা জানতে হলে সময়ের হাত ধরে অপেক্ষা করতেই হবে।