আসামের সেনা ক্যাম্পে গ্রেনেড হামলা, গুরুতর আহত তিন জওয়ান

Published:

Grenade Attack
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বৃহস্পতিবার গভীর রাতে আসামের তিনসুকিয়া জেলার কাকোপাথারে তীব্র গুলিবর্ষণ আর একাধিক বোমা বিস্ফোরণের (Grenade Attack) শব্দে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। জানা যায়, এই বিস্ফোরণে তিনজন সেনা কর্মী আহত হয়েছেন।

কাকোপাথার সেনা ক্যাম্পের কাছে প্রায় এক ঘন্টা ধরেই এই গুলি বিনিময় চলে বলে নিউজ 18 রিপোর্ট মারফৎ খবর। প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা গিয়েছে, মধ্যরাতে কাকোপাথারে ভারতীয় সেনাবাহিনীর 19 গ্রেনেডিয়ার্স ইউনিট ক্যাম্পকে লক্ষ্য করেই গ্রেনেড হামলা করা হয়েছিল।

আসামের সেনা ক্যাম্পে গ্রেনেড হামলা

যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, স্বাধীন ULFA গোষ্ঠী এই হামলা চালিয়েছে। এমনকি এদের উচ্চ আসামে একই ধরনের হামলা চালানোর ইতিহাস রয়েছে।

এই ঘটনার পর সেনাবাহিনী এবং পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। এমনকি ঘটনাস্থলের কাছে সাধারণ মানুষের চলাচল বন্ধ করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করার জন্য বর্তমানে তল্লাশি চালানো হচ্ছে বলে সেনা সূত্র মারফৎ খবর। এদিকে সেনা কর্মকর্তারা জানিয়েছে যে, হামলাকারীদের ব্যবহৃত একটি ট্র্যাক পরে পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশের টেঙ্গাপানি এলাকায় পরিত্যক্ত অবস্থাতে পাওয়া গেছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসেই সরকারি চাকরি! টেরিটোরিয়াল আর্মিতে ৭১৬ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

বুধবারও হয়েছে হামলা

প্রসঙ্গত, বুধবার সকালে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার আসাম রাইফেলসের একটি ক্যাম্পেও NSCN (K-YA) সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে বলে রিপোর্ট মারফত দাবী করা হয়েছে। উল্লেখ্য, ওই জেলার মানমাও এলাকার হাটমান গ্রামে এই ক্যাম্পটি অবস্থিত। বুধবার ভোররাতে সশস্ত্র জঙ্গিরা আসাম রাইফেলের সদস্যদের উপরেও গুলি চালায় বলে খবর। এমনকি ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হামলায় কমপক্ষে চারজন সেনা আহত হয়েছিল। আর আহত দুই কর্মীকে জোরহাটের বিমানবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join