এবার কাচা বাদাম ভার্সন ২ গেয়ে ভাইরাল ভুবন বাদ্যকর, দেখুন ভিডিও

Published:

bhuban badyakar kacha badam version 2
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ এ যেন কাচা বাদাম ভার্সন ২! সোশ্যাল মিডিয়ায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) নতুন ভিডিও দেখে এখন সকলের এই প্রতিক্রিয়াই মিলছে। আসলে ফের একবার ভাইরাল হলেন ভুবন বাদ্যকর। তাঁর গানও এখন নতুন করে সোশ্যাল মিডিয়ার হট টপিক হয়ে উঠেছে। মোহিত হয়ে তাঁর গান শুনছেন মানুষ।

এবার ভাইরাল কাঁচা বাদাম ভার্সন ২

এক সময়ে রাস্তায় রাস্তায় ‘কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এমনকি মিউজিক ভিডিওতে অবধি তাঁকে দেখা গিয়েছিল বেশ কয়েকবার। তবে ভাগ্যের পরিহাসে তিনি একসময়ে নিঃস্ব হয়ে যান। তবে ধীরে ধীরে সেই জনপ্রিয়তা যেন ফের ফিরে পেতে শুরু করেছেন ভুবনবাবু, আর সেই দৃশ্যই যেন ধরা দিল সামাজিক মাধ্যমের পর্দায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্কুটিতে হাতে হেলমেট ধরে বসে আছেন ভুবন বাদ্যকর। কোনও এক গ্রামের পাড়ায় আছেন আর বেশ কিছু মানুষের ভিড় তাঁকে ঘিরে রয়েছে। সকলে একপ্রকার মোহিত হয়ে ভুবন বাদ্যকরের বাঁধা নতুন গান শুনছেন। নিশ্চয়ই ভাবছেন কী গান? তাহলে জানিয়ে রাখি, সেই চেনা কাঁচা বাদাম গান, কিন্তু এবার তা একটু অন্য ভার্সন।

কাঁচা বাদাম ভার্সন ২ গেয়ে ফের ভাইরাল ভুবন বাদ্যকর

‘হাতের বালা পায়ের তোলা, থাকে যদি ভাঙা চুরি, যাবো নিয়ে বাদাম আমি তারই বিনিময়ে,’ এরকম গানই গাইতে শোনা গেল বীরভূমের এই বাদাম বিক্রেতাকে। সকলে এই গান শুনে একটা কথাই বলছেন, এটি হল কাঁচা বাদাম ভার্সন ২। চলুন আর দেরি না করে আপনিও শুনে নেবেন।

ভাইরাল হওয়ার আগে তিনি একটি কুঁড়ে ঘরে থাকতেন, এখন থাকেন পাকা বাড়িতে। তারপরেও কিন্তু তাঁর জীবন সংগ্রাম থাকেনি। এক সময়ে তাঁর নিজেরই গানের কপিরাইট তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলে বলে অভিযোগ ওঠে। তিনি এক সময়ে জানিয়েছিলেন, “আমি বোম্বে গিয়েছিলাম; তারা আমাকে প্রায় ৬০,০০০-৭০,০০০ টাকা দিয়েছিল। পরে, আমি কলকাতার ডিজের কাছে গিয়েছিলাম, যিনি আমাকে ১ লক্ষ টাকা এবং একটি উপহার দিয়েছিলেন। কিন্তু এই গানের আর কপিরাইট আমার কাছে নেই।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join