সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির জন্য সরকারি অনুমোদন পেল আদানি পাওয়ার লিমিটেড (Adani Power Limited)। সূত্রের খবর, ভারত সরকার আদানি পাওয়ার লিমিটেডের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রকে এবার ভারতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করার সবুজ সংকেত দিয়েছে। এদিকে আদানি পাওয়ার লিমিটেড 2017 সালের নভেম্বরে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে 25 বছরের চুক্তি করেছিল। সে কারণেই কোম্পানিটি বিদ্যুৎ ব্যবহারের জন্য সরকারের অনুমতি চেয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, শেখ হাসিনা সরকার পতনের পরেই আদানি পাওয়া সরকারকে চিঠি লিখেছিল। আর কোম্পানিটি সেখানে জানিয়েছিল, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা অনিশ্চয়তার মুখে পড়েছে। সেমতাবস্থায় গোড্ডা প্ল্যান্টকে ভারতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পথ আরও সংকীর্ণ হয়। তবে দীর্ঘ টানাপোড়েনের মধ্য দিয়েই আদানি পাওয়ার লিমিটেড সরকারিভাবে অনুমোদন পেল।
2018-19 সালে শুরু হয়েছিল নির্মাণ
উল্লেখ্য, গোড্ডা আল্ট্রা সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার প্ল্যান আদানি পাওয়ার লিমিটেডের সবথেকে বড় প্রোজেক্ট। ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত এই প্ল্যান্টটির নির্মাণকার্য শুরু হয় 2018-19 সালে। এর প্রথম 800 মেগাওয়াট ইউনিট বিদ্যুৎ 2023 সালের এপ্রিল মাসেই চালু করে দেওয়া হয়। এমনকি দ্বিতীয় 800 মেগাওয়াট ইউনিট চালু হয় 2023 সালে 26 জুন। এমনকি এটি ছিল বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের জন্য নবনির্মিত ভারতের প্রথম বিদ্যুৎ কেন্দ্র। আর এই প্ল্যান্টটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছিল।
এমনকি রিপোর্ট অনুযায়ী, 6 আগস্ট, 2024 আদানি পাওয়ার লিমিটেড প্রস্তাব দিয়েছিল যে, গোড্ডা প্ল্যান্টটি ভারতের বিদ্যুৎ চাহিদা মেটানোর কাজেও ব্যবহার করা যেতে পারে। 12 আগস্ট বিদ্যুৎ মন্ত্রণালয় বিদ্যুৎ আমদানি-রপ্তানি নির্দেশিকা 2018 সংশোধন করেছিল। তার ফলে আদানি পাওয়ার লিমিটেডের গোড্ডা প্ল্যান্টকে ভারতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পথ আরও সংকীর্ণ হয়। পাশাপাশি 2024 সালের ডিসেম্বর মাসে সিআরসি গোড্ডা প্ল্যান্টে স্ট্যান্ডবাই সংযোগ প্রদানের মাধ্যমে নিয়ম সংশোধন করেছিল।
আরও পড়ুনঃ রাতের কলকাতায় তরুণীর রহস্য মৃত্যু! বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করল পুলিশ
সুবিধা পাবে ভারতের বিদ্যুৎ কোম্পানিগুলোও
উল্লেখ্য, আদনি পাওয়ার লিমিটেডকে তাদের প্ল্যান্টকে ভারতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি ওভারহেড ট্রান্সমিশন লাইনের স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। আর এই লাইনটি মূলত গোড্ডা ও পোরিয়াহাট তহসিলের 56টি গ্রামের মধ্য দিয়ে যাবে। ফলত ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলির কাছেও তারা বিদ্যুৎ বিক্রি করতে পারবে। আর যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের অভাব রয়েছে, সেখানে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। তবে যেহেতু সরকার আদানি পাওয়ারকে 25 বছরের জন্য অধিকার দিয়েছে, তাই ট্রান্সমিশাল স্থাপনের জন্য কোম্পানিটিকে কয়েকটি বিভাগ বা মন্ত্রণালয়ের অনুমতিও নিতে হবে। আর কেন্দ্রীয় বিদ্যুৎ পরিদর্শক থেকে চূড়ান্ত অনুমোদনের পরেই কোম্পানিটি লাইন চালু করতে পারে বলে খবর।