বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর এবার বিশ্ব ক্রিকেটে পা রাখতে চলেছে ক্রিকেটের নতুন সংস্করণ টেস্ট টোয়েন্টি (Test Twenty Cricket Format)। ক্রিকেট ডট কমের রিপোর্ট অনুযায়ী, 16 অক্টোবর, বৃহস্পতিবার কিংবদন্তি ক্রিকেটারদের হাত ধরে এই বিশেষ সংস্করণের যাত্রা শুরু হয়েছে। একটি ভার্চুয়াল সংবাদ বৈঠকের মধ্য দিয়ে ম্যাথু হেডেন, হরভজন সিং, এবি ডি ভিলিয়ার্স এবং ক্লাইভ লয়েড এই নতুন ক্রিকেট ফরম্যাটের সূচনা করেছেন।
টেস্ট টোয়েন্টি সম্পর্কে কিছু কথা
ক্রিকেটের নতুন সংস্করণ অর্থাৎ টেস্ট টোয়েন্টি মূলত টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের একটি মিশ্রিত রূপ। রিপোর্ট বলছে, এই বিশেষ সংস্করণ মূলত তরুণ ক্রিকেটারদের কথা ভেবেই নিয়ে আসা হয়েছে। এই বিশেষ ফরম্যাটে ম্যাচ চলবে একদিন, প্রত্যেক ম্যাচেই থাকবে টি-টোয়েন্টির মতো টানটান উত্তেজনাপূর্ণ লড়াই।
সূত্রের খবর, এই বিশেষ সংস্করণের ম্যাচ শুরু হবে আগামী জানুয়ারি থেকে। 2026 সালের শুরুতেই জুনিয়র টেস্ট টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ নামেই শুরু হবে এর প্রথম মরসুম। জানা যাচ্ছে, এই নতুন সংস্করণের প্রথম মরসুম 13 থেকে 19 বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে। বলা বাহুল্য, প্রথম মরসুমের আয়োজক দেশ ভারত। টেস্ট টোয়েন্টির প্রথম সিজেন শেষ হলেই দ্বিতীয় মরসুমে সুযোগ পাবেন মহিলা ক্রিকেটাররা।
প্রত্যেক ইনিংস হবে 20 ওভারের
রিপোর্ট অনুযায়ী, টেস্ট টোয়েন্টি ক্রিকেট সংস্করণে মোট 80 ওভারের খেলা হবে। প্রত্যেক ইনিংস অনুষ্ঠিত হবে 20 ওভার করে। এই সংস্করণের ম্যাচে টেস্ট ক্রিকেটের মতোই প্রতিটা ইনিংসের রান পরের ইনিংসে ক্যারিফরোয়ার্ড হবে। সেই সাথে প্রত্যেক দল এই সংস্করণে মোট দুবার ব্যাট করার সুযোগ পাবে। এর অর্থ একটি দল ধরা যাক ভারত, দুই ইনিংস মিলিয়ে 20 ওভার করে মোট 40 ওভার ব্যাট করতে পারবে।
অবশ্যই পড়ুন: আমাদের ট্রফি নিয়ে যেতে পারে, কিন্তু …’ এবার নকভিকে কটাক্ষ বরুণ চক্রবর্তীর!
বলা বাহুল্য, একটি দল প্রথম 20 ওভার ব্যাট করে নির্দিষ্ট লক্ষ্য তৈরি করার পর সেটি চেজ করতে নামবে প্রতিপক্ষ দল। এরপর তাদের ইনিংস শেষ হলে ফের আগের দলটি ব্যাট করতে নামবে। এরপর তাদের লক্ষ্য নিয়ে ম্যাচের চতুর্থ ইনিংসে, ব্যাট করতে নামবে বিপরীত দলটি। এভাবে একদিনের মধ্যেই শেষ হবে ম্যাচ। তবে জানিয়ে রাখা ভাল, যদি কোনও দল 20 ওভারের মধ্যে অলআউট হয়ে যায় তাহলে তাদের ইনিংস সেখানেই শেষ হবে। একই সাথে এই সংস্করণে প্রত্যেক দল সর্বোচ্চ 16 জনের স্কোয়াড তৈরি করতে পারবে।