ইন্দোরে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা ২৪ ট্রান্সজেন্ডারের! কারণ জেনে আঁতকে উঠবেন

Published:

24 Transgenders Attempt Mass Suicide in Indore
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: একসাথে 24 জন ট্রান্সজেন্ডার ফিনাইল খেয়ে গণহত্যার চেষ্টা করেছেন ইন্দোরে (Indore)। ডেপুটি কমিশনার অফ পুলিশ আনন্দ কালাদগি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছে, অসুস্থদের তাৎক্ষণিকভাবেই মহারাজা যশবন্তপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্তের পথে হাঁটল ট্রান্সজেন্ডার সদস্যরা?

একসাথে 24 জন ট্রান্সজেন্ডারের গণ আত্মহত্যার চেষ্টা

আসলে বুধবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। নন্দলালপুরার একটি বাড়িতে ওই ট্রান্সজেন্ডাররা থাকত বলে খবর। আর সেখানেই হট্টগোলের খবর শোনা যায়। তারপর পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছন। তারা জানতে পারেন যে, কয়েকজন ব্যক্তি ফিনাইল খেয়ে নিয়েছে। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডাকা হয় আর 24 জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থাতে রয়েছেন। এমনটাই জানিয়েছে ডিসিপি আনন্দ কালাদগি।

তবে ঘটনাটি দুটি গোষ্ঠীর মধ্যে পূর্ববর্তী কোনও ঝামেলার সাথে সম্পর্কিত কিনা, সে বিষয়ে জানতে চাইলে ডিসিপি সাহেব বলেন যে, “আমরা ট্রান্সজেন্ডারদের সমাবেশ পরিদর্শন করেছি এবং পরিস্থিতিও নিয়ন্ত্রণ করছি। তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করছিল। তবে আমরা আলোচনার মাধ্যমেই তাদেরকে বোঝাই। আসলে এর পিছনে ভুয়ো সাংবাদিক দ্বারা ধর্ষণের হুমকি কাজ করছে।”

সাংবাদিক সেজে ট্রান্সজেন্ডারকে ধর্ষণের চেষ্টা

উল্লেখ্য, অক্ষয় কুমার এবং পঙ্কজ জৈন নামের দুই ব্যক্তি ভুয়ো সাংবাদিক সেজে ট্রান্সজেন্ডারদের ধর্ষণ এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিল বলে রিপোর্ট অনুযায়ী খবর। মঙ্গলবার পান্ধ্রিনাথ থানায় অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী। আত্মহত্যার চেষ্টার পর হিজড়া সম্প্রদায়ের সদস্যরাও হাসপাতালে জড়ো হয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানায়। এমনকি পরে হাসপাতালে কেরোসিন ঢেলে আত্মহত্যা করারও চেষ্টা করে তারা। তবে পুলিশ সময় মতো হতক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ রাতের কলকাতায় তরুণীর রহস্য মৃত্যু! বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করল পুলিশ

জানা গিয়েছে, ওই ভুক্তভোগী কিন্নর সমাজের। সে জানিয়েছে, অক্ষয় এবং পঙ্কজ নামের দুই অভিযুক্ত যারা নিজেদেরকে সাংবাদিক বলে দাবি করছিল, তারা তাদের মানহানি করার হুমকি দিত। এমনকি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন 2019 এর 18 ধারা এবং ভয় দেখানোর অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আর তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join