এশিয়া কাপ থেকে ১০০ কোটিরও বেশি আয় BCCI এর!

Published:

BCCI Earnings From Asia Cup 100 Crore
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারিয়েছে ভারত। তিনটি ম্যাচে তিনবারই সূর্যকুমার যাদবদের কাছে গো হারা হেরেছে ইসলামের দেশ। তবে সবচেয়ে অবাক করা বিষয়, পাক দলকে এশিয়া কাপের ফাইনালে হারানোর পর দীর্ঘ সময় পার করেও এখনও পর্যন্ত ট্রফি আসেনি টিম ইন্ডিয়ার ঘরে। যা নিয়ে একটা সময় দানা বেঁধেছিল জোর বিতর্ক। তবে আপাতত সেই বিতর্ক কিছুটা থিতিয়ে গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কীর্তিতে কার্যত বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড!

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপের ফাইনালে অপ্রতিরোধ্য থেকেছে ভারতীয় দল। আর সেই সূত্রেই এশিয়ার এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের মাধ্যমে কম করে 100 কোটি টাকা ঘরে তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI Earnings From Asia Cup)। ধারণা করা হচ্ছে, BCCI এর এমন আয়ের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষত PCB প্রধান মহসিন নকভিকে চিন্তায় রাখতে পারে।

কীভাবে 100 কোটি আয় হল BCCI এর?

এবছর সংযুক্ত আরব আমিরাতে গড়িয়েছিল এশিয়া কাপ। রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপে অংশগ্রহণের জন্য UAE সফর করেছিল ভারতীয় দল। মূলত সেই সূত্রেই আন্তর্জাতিক সফরের কারণে প্রায় 109.04 কোটি টাকা আয় হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। TOI এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রচার স্বত্ব, টেলিভিশন রাইটস এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে ভারতীয় দলের ম্যাচ ফি মিলিয়ে মোট 138.64 কোটি টাকা পেয়েছে BCCI। বিশেষজ্ঞরা বলছেন, এশিয়া কাপে তিনটি ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কারণেই এত বেশি উপার্জন হয়েছে BCCI এর। অনেকেই মনে করছেন, এশিয়া কাপের হাত ধরে BCCI এর এত উপার্জন PCB কর্তাদের চিন্তার কারণ হবে। কেউ কেউ আবার বলছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে 100 কোটির ঝটকা দিল BCCI!

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের 2025-26 আর্থিক বছরের বাজেট অনুযায়ী, BCCI চলতি বছর কিছু না হলেও 6,700 কোটি টাকা আয় করবে বলেই আশা করা হচ্ছে। বিশ্লেষক মহলের দাবি, 18 বছরে প্রথমবারের জন্য IPL এর বাজার মূল্য ধাক্কা খেলেও অর্থনৈতিক দিক থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড খুব একটা প্রভাবিত হয়নি।

অবশ্যই পড়ুন: বাংলাদেশে যাওয়া বিদ্যুৎ এবার সরবরাহ হবে ভারতে, অনুমতি পেল আদানি পাওয়ার

দাম কমেছে IPL এর

দীর্ঘ 18 বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ IPL এর গ্রোথ বাধাপ্রাপ্ত হয়েছে।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাজার মূল্য গত বছর অর্থাৎ 2024 আর্থিক বছরে 82,700 টাকা ছিল। তবে এ বছর সেই মূল্যটা কমে দাঁড়িয়েছে 76,100 টাকায়। যার জেরে, কম করে 6,600 কোটি টাকা পর্যন্ত আয় কমেছে BCCI এর। রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে এভাবে চলতে থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভ্যালুয়েশন আরও কিছুটা কমতে পারে।

কিন্তু ঠিক কোন কারণে এতটা কমলো IPL এর বাজার মূল্য? D&P অ্যাডভাইসারি সংস্থার রিপোর্ট বলছে, IPL এর গোটা ইকোসিস্টেমের দাম কমেছে 8 শতাংশ। কিন্তু কেন? কয়েকটি রিপোর্ট বলছে, IPL এর দাম কমার নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, অনলাইন গেমিং বিল এবং জিও সিনেমা ডিজনি হটস্টারের এক হয়ে যাওয়া। রিপোর্ট অনুযায়ী, অনলাইন গেমিং বিল পাস হয়ে যাওয়ায় মাই ইলেভেন সার্কেল, ড্রিম ইলেভেনের মতো ফ্যান্টাসি প্ল্যাটফর্মগুলি বড়সড় ধাক্কা খেয়েছে। যার কারণে বোর্ডের আয় কমেছে 1500-2000 কোটি টাকা। একইভাবে জিও এবং হটস্টারের মার্জারের কারণে IPL এর সম্প্রচার স্বত্বর দাবিদার কমায় ক্ষতির অঙ্কটা দাঁড়িয়েছে 16,400 কোটি টাকায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join