চরম অর্থকষ্টের মধ্য দিয়ে যাবে ২০২৬ সাল! ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

Published:

Baba Vanga Prediction
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়ঙ্কর সব ভবিষ্যদ্বাণী করে সবসময় আলোচনার শিরোনামে থাকেন বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গা (Baba Vanga Prediction)। এমনকি তাঁর করা প্রতিটি ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। কিন্তু ২০২৬ সাল নিয়ে তাঁর এমন ভবিষ্যদ্বাণী সামনে আসলো, যা শুনলে আপনিও ভয়তে কাঁপবেন। উল্লেখ্য, তিনি আগেই বলেছেন যে ২০২৫ সাল ভয়াবহ যুদ্ধ আর প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকবে। ফলস্বরূপ গোটা বিশ্ব তার প্রমাণ পাচ্ছে। তবে বাবা ভাঙ্গা কী এমন বললেন ২০২৬ সাল নিয়ে?

কে এই বাবা ভাঙ্গা?

প্রসঙ্গত জানিয়ে রাখি, বুলগেরিয়ার বিখ্যাত বাবা ভাঙ্গার আসল নাম ছিল ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা দিমিত্রোভা। তাঁর জন্ম হয় ১৯১১ সালের ৩১ জানুয়ারি। শৈশবকাল মোটামুটি তাঁর স্বাভাবিকই ছিল। তবে তাঁর যখন মাত্র ১২ বছর বয়স, তখন প্রচন্ড ঝড়ে তাঁর চোখ বালিতে ভরে যায়। আর সেখান থেকেই তিনি তাঁর দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে হারান। বলা হয়, এই ঘটনার ফলেই তাঁর রহস্যময় শক্তির উদ্ভাবন ঘটে।

২০২৬ সাল নিয়ে কী বললেন বাবা ভাঙ্গা?

নতুন বছর মানেই সকলে নিজের জীবন ও পরিবারে সুখ, সমৃদ্ধি চায়। এমনকি এখন থেকেই মানুষ ভাবা শুরু করেছে যে, ২০২৬ সাল ঠিক কী নিয়ে আসবে। স্বাস্থ্য থেকে শুরু করে আর্থিক দিক, কেরিয়ার, সবদিক থেকেই যেন উন্নতি আসে, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। তবে বাবা ভাঙ্গার ২০২৬ সালের ভবিষ্যদ্বাণী অনেকের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, তাঁর মতে ২০২৬ সাল নাকি আর্থিক কষ্টের বছর।

আরও পড়ুনঃ বাংলাদেশে যাওয়া বিদ্যুৎ এবার সরবরাহ হবে ভারতে, অনুমতি পেল আদানি পাওয়ার

হ্যাঁ, ল্যাডবিবলের একটি রিপোর্ট অনুযায়ী, বাবা ভাঙ্গা ২০২৬ সালের জন্য বিরাট আর্থিক সংকটের পূর্বাভাস দিয়েছেন। তিনি ভবিষ্যদ্বাণী করে বলেছেন যে, এই বছর ডিজিটাল কিংবা মুদ্রা ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকবে। দেশের আর্থিক অবস্থা এক্কেবারে ভেঙে পড়বে। যার ফলে নগদ অর্থের সংকট দেখা যাবে। আর এই নগদ অর্থের সংকট ব্যাঙ্কিং সেক্টরে ধ্বস নামাবে। এমনকি মুদ্রার মূল্য আরও দুর্বল করে দিতে পারে। পাশাপাশি বাজারে ভারসাম্যের অভাব দেখা দিতে পারে। আর এই সব কিছুই বিশ্ব অর্থনীতিতে এমন ভাবে প্রভাব ফেলবে, যার ফলে মুদ্রাস্ফীতি থেকে শুরু করে উচ্চ সুদের হার, প্রযুক্তি শিল্পে অস্থিরতার মতো সংকটের মুখোমুখি হবে সাধারণ মানুষ। এখন দেখার বাবা ভাঙ্গার করা ২০২৬ সালের ভবিষ্যদ্বাণী সত্যিই অক্ষরে অক্ষরে মেলে কিনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join