প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর দুর্গাপুজোয় খুব একটা বৃষ্টি (Weather Update) না হলেও দশমী থেকেই শুরু হয়েছিল ভারী বৃষ্টির দাপট। আর এবার কালীপুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা জারি করল হাওয়া অফিস। জেলায় জেলায় নাকি মেঘলা আকাশে ছেয়ে যাবে গোটা এলাকা। আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি বিদায় নিলেও দুর্যোগের আশঙ্কা এখনই কাটছে না।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও দক্ষিণ বিহার এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি তামিলনাড়ু উপকূল এবং কোমরিন সংলগ্ন এলাকাতেও এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরে উইকেন্ডে নিম্নচাপে পরিণত হতে পারে। যার দরুন উত্তর থেকে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায়। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলীয় বাষ্প কিছুটা থাকলেও, অস্বস্তি বেশি হবে না। দক্ষিণ-পশ্চিম বাতাসের প্রভাব কমবে। দিন এবং রাতের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই।
আরও পড়ুন: ‘বাংলাতেও হবে!’ SIR নিয়ে মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব অমিত শাহের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে বর্ষা বিদায় নিলেও ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল অর্থাৎ শনিবার কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে। তবে আগামী সোমবার, অর্থাৎ কালীপুজোর দিনে আবহাওয়া মোটের উপর মনোরমই থাকবে বলে আশ্বাস।