বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ IPL এর মূল্য দিন দিন কমছে (IPL Valuation Decreased)। 2008 সালে পথচলা শুরু হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের প্রধান উৎস বলা যায় IPL কে। বিগত বছরগুলিতে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা যত বেড়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে BCCI এর আয়ও। তবে যেই টুর্নামেন্ট থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিপুল পরিমাণ অর্থ আয় করে এসেছে, এবার সেই IPL এর বাজার মূল্য বড়সড় ধাক্কা খেলো। চলতি বছর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভ্যালুয়েশন 82,700 কোটি টাকা থেকে কমে 76,100 কোটি টাকায় এসে ঠেকেছে।
গত দু বছরে IPL এর মূল্য কমেছে 16,400 কোটি টাকা
টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী, 2023 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাজার মূল্য ছিল 92,500 কোটি টাকা। গতবছর অর্থাৎ 2024 অর্থবর্ষে পৌঁছে সেই পরিমাণটা 82,700 কোটি টাকায় এসে ঠেকেছে। এরপর 2024 সাল থেকে 2025 অর্থাৎ চলতি বছর পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইকো সিস্টেমের দাম 8 শতাংশ হ্রাস পেয়েছে। রিপোর্ট বলছে, 2023 সালে IPL এর দাম যে হারে বেড়েছিল সেই অনুযায়ী এবছর IPL এর মূল্য 17.73 শতাংশ কমে কমছে। এবছর IPL এর মোট ভ্যালুয়েশন 76,100 কোটি টাকা।
একাধিক রিপোর্ট অনুযায়ী, মূলত অনলাইন গেমিং বিল এবং জিও সিনেমা ও ডিজনি হটস্টারের এক হয়ে যাওয়ার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দাম অনেকটাই কমেছে। বিস্তারিতভাবে বলতে গেলে, অনলাইন গেমিং বিলের জন্য বড়সড় ধাক্কা খেয়েছে মাই ইলেভেন সার্কেল, ড্রিম ইলেভেনের মতো সংস্থাগুলি। যার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় কমেছে 1500 থেকে 2000 কোটি টাকা। অন্যদিকে জিও এবং হটস্টারের মার্জারের কারণে বড় ক্ষতি হয়েছে BCCI এর সম্প্রচার স্বত্বতে। D&P অ্যাডভাইসারি সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী, অনলাইন গেমিং বিলের কারণে মানি গেমিং এ নিষেধাজ্ঞা সহ সম্প্রচার স্বত্বর জন্য দাবিদার কমে যাওয়ায় মাত্র দু বছরে IPL এর মূল্য কমেছে 16,400 কোটি টাকা।
অবশ্যই পড়ুন: আরও দুর্বল হল ভারতীয় পাসপোর্ট! নামল ৮৫-এ, পাকিস্তান-বাংলাদেশ কত নম্বরে?
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের অপারেটিং রেভিনিউ একেবারে সরাসরি যুক্ত রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে। 2008 সাল অর্থাৎ IPL এর জন্ম লগ্নে BCCI এই টুর্নামেন্ট থেকে আয় করেছিল 1 হাজার কোটি টাকা। এরপর 2010 সালে পৌঁছে সেই রোজগারটা গিয়ে দাঁড়িয়েছিল 1666 কোটি টাকায়। পরবর্তীতে 2024 সালে ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র IPL থেকেই 5,761 কোটি টাকা আয় করে। চলতি বছর সেই রোজগারটা গিয়ে দাঁড়ায় 6,700 কোটিতে। ধারণা করা হচ্ছে, আগামী বছর অর্থাৎ 2026 এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বোর্ডের রোজগারের পরিমাণটা আরও কমবে।