কৌশিক দত্ত, কলকাতাঃ বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে সম্মান না পাওয়ার অভিযোগ তুলে গেরুয়া শিবির ছেড়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এরপর বহুদিন ধরেই তিনি রাজনীতির বাইরে ছিলেন। কিন্তু হঠাৎ তাঁকে নিয়ে শোরগোল শুরু হয়। কারণ সম্প্রতি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। আর তখন থেকেই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল হয়। আর এরই মধ্যে বহু বছর পর প্রশাসনিক পদে ফিরলেন মমতার প্রিয় কানন। আজই শোভন চট্টোপাধ্যায়কে NKDA-র চেয়ারম্যান করা হয়েছে।
NKDA-র চেয়ারম্যান পদ পেয়ে শোভন চট্টোপাধ্যায় জানান, আমার চোখের সামনে এই নিউটাউন শহর গড়ে উঠেছে। আর আজ দিদি আমাকে NKDA-র চেয়ারম্যানের মতো গুরুদায়িত্ব দিয়েছেন। নিউটাউন, রাজারহাটকে কীভাবে আরও ভালো করতে হয়, তা আমি দেখব। আমি এই পদের মর্যাদা রাখব।
উল্লেখ্য, এ সপ্তাহে উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকতালীয় ভাবে সেই সময় পাহাড়েই ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন। সেই সময় থেকেই গুঞ্জন ওঠে যে তাঁদের তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। আর এরই মধ্যে প্রিয় কাননকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে মমতা প্রমাণ করলেন যে, প্রাক্তন মেয়র শোভনের গুরুত্ব তাঁর কাছে কতটা।
তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নয়, এর আগে দুর্গাপুজোর সময় অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও অফিসে গিয়ে বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই মিটিং সেরে বেরিয়ে শোভনবাবুর মুখে তৃপ্তির হাসি দেখা গিয়েছিল।