বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্থিক সমস্যায় জর্জরিত মহামেডান। তাই সমস্যা সমাধানের আশায় গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন সাদাকালোদের কর্তারা। তবে সেই সময়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের ব্যস্ততায় থাকায় তাঁর বাড়ির কাছের একটি দপ্তরে চিঠি দিয়ে আসেন ক্লাব কর্তারা। সেই চিঠিতে কাজ না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে আরও একটি চিঠি দিয়ে আসেন মহামেডান ক্লাবের মূল মাথারা (Mohammedan SC Letter To Mamata Banerjee)। ওই চিঠিতে মূলত ইনভেস্টার না পাওয়ার বিষয়টিকে তুলে ধরেছে সাদাকালোদের ক্লাব। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহায্য না পেলে নাকি কেন্দ্রের দ্বারস্থ হতে পারে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি।
মুখ্যমন্ত্রীর কাছে বড় আবেদন মহামেডানের
এই মুহূর্তে ফুটবলের দুনিয়ায় বেহাল দশা মহামেডানের। আর্থিক সমস্যা তো রয়েছেই সেই সাথে রয়েছে বড়সড় বিপদের আশঙ্কা। এদিকে নানান কারণে দলটির উপর রেজিস্ট্রেশন ব্যান বসিয়েছে ফিফা। সেই সাথে ইনভেস্টার চলে যাওয়ায় নতুন ইনভেস্টার খুঁজতে একেবারে কাল ঘাম ছুটে যাচ্ছে মহামেডানের। আসলে রেজিস্ট্রেশন ব্যান না ওঠা পর্যন্ত কোনও ভাবেই নিশ্চিন্তে ভাল দল গঠন করতে পারছে না তারা। এমতাবস্থায়, সকল সমস্যাকে সামনে রেখে ভাল ইনভেস্টার খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখল মহামেডান।
খোঁজ নিয়ে জানা গেল, কিছুদিন আগে ইনভেস্টার সমস্যার কারণে ক্লাবের শীর্ষ কর্তারা ট্রাস্টি বোর্ডের কাছে পদত্যাগের আবেদন জানিয়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন। তবে ট্রাস্টি বোর্ডের তরফে সেই পদত্যাগ গ্রহণ না করায় সমস্যায় পড়ে গিয়েছেন তাঁরা। এদিকে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ফেডারেশনের নতুন সংবিধান। কাজেই ইন্ডিয়ান সুপার লিগের আগে নতুন ইনভেস্টার জোগাড় করতে না পারলে বিরাট সমস্যায় পড়ে যাবে মহামেডান দল। তাই বাধ্য হয়েই ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস এবং বিলাল আহমেদ মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এসেছেন।
কেন্দ্রের দ্বারস্থ হতে পারে মহামেডান?
আনন্দবাজারে রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কাছে ইনভেস্টার সমস্যার সমাধান চেয়ে কাজ না হলে খুব শীঘ্রই আর্থিক সমস্যাকে সামনে রেখে ট্রাস্টি বোর্ড সরাসরি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সাহায্য নিতে পারে। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে জানানোর পর আর্থিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনও দিক থেকে সবুজ সংকেত না মিললে কেন্দ্রের কাছে সাহায্য চাওয়ার বিষয়টিও কার্যত ঠিক করে ফেলেছে মহামেডানের ট্রাস্টি বোর্ড। যদিও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ক্লাবটি।
অবশ্যই পড়ুন: পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ! ভারতীয় রেলে ১১৫৯ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
উল্লেখ্য, সম্প্রতি চিঠিতে মহামেডান সাফ জানিয়ে দিয়েছে, ইনভেস্টার না থাকলে ইন্ডিয়ান সুপার লিগ খেলা সম্ভব নয় তাদের পক্ষে। তাই যত দ্রুত সম্ভব ইনভেস্টার খোঁজার ব্যবস্থা করতে হবে। অন্যথায়, কার্যকর কমিটির সকলে পদত্যাগ করে ক্লাবের দায়িত্ব ট্রাস্টি বোর্ডের হাতে তুলে দেব। ক্লাবটির তরফে এও বলা হয়, আমরা চেষ্টা করছি। তারপরও যদি না হয় তাহলে ট্রাস্টি সিদ্ধান্ত নিক, নতুন লোক আসুক, কিন্তু সমস্যার সমাধান করা হোক।