আবেদন খারিজ বেলজিয়ামের আদালতে, এবার ভারতে ফিরতেই হবে মেহুল চোকসিকে

Published:

mehul choksi pnb
Follow

সহেলি মিত্র, কলকাতা: হল না শেষ রক্ষা, যেভাবেই হোক ভারতে ফিরতেই হবে পাঞ্জাব ন্যাশানাল জালিয়াতি কাণ্ডের হোতা (PNB Scam) পলাতক মেহুল চোকসিকে (Mehul Choksi)। জানা গিয়েছে, শুক্রবার, বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের একটি আদালত পলাতক ভারতীয় হিরে ব্যবসায়ী মেহুল চোকসির প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে। আদালত এই হিরে ব্যাপসায়ীর আপিল খারিজ করে দিয়েছে, যার ফলে তার ভারতে ফিরে আসার পথ পরিষ্কার হয়েছে।

ভারতে ফিরিয়ে আনা হবে মেহুল চোকসিকে!

১৩,০০০ কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতির মামলায় চোকসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে, তার কাছে এখনও হাইকোর্টে আপিল করার বিকল্প রয়েছে। বেলজিয়ামের আদালতের এই সিদ্ধান্তকে ভারতের জন্য একটি বড় জয় বলে মনে করা হচ্ছে। যদিও এখনও অবধি উচ্চ আদালতে আপিল করার অধিকার রয়েছে মেহুলের। যদি তিনি আপিল না করেন বা তার আপিল খারিজ হয়ে যায়, তাহলে তাকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হতে পারে।

এদিকে বেলজিয়ামের আদালতের রায়ের পর, মনে করা হচ্ছে যে মেহুল উচ্চ আদালতে আপিল করবেন। এই প্রসঙ্গে একজন কর্মকর্তার মতে, মেহুলের এখনও উচ্চ আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার বিকল্প আছে। তিনি আরও বলেন, “এর অর্থ হল তিনি তাৎক্ষণিকভাবে হাজির হতে পারবেন না, তবে প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপটি সম্পন্ন হয়েছে।”

১৩,৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভারতের প্রত্যর্পণের অনুরোধে বেলজিয়াম পুলিশ ১২ এপ্রিল তাকে গ্রেফতার করে। বর্তমানে তাঁকে জেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ১৩,৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মেহুল তার স্ত্রী প্রীতি চোকসির সাথে বসবাস করছিলেন, যার বেলজিয়ামের নাগরিকত্ব রয়েছে। চোকসি ১৫ নভেম্বর, ২০২৩ সালে বেলজিয়ামের নাগরিক স্ত্রীর সহায়তায় বেলজিয়ামের এফ রেসিডেন্সি কার্ড পেয়েছিলেন বলে অভিযোগ। চোকসি ইতিমধ্যেই ২০১৭ সালে অ্যান্টিগুয়া-বারবুডার নাগরিকত্ব অর্জন করেছিলেন এবং ২০১৮ সালে ভারত ছেড়ে চলে যান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join