সৌভিক মুখার্জী, কলকাতা: ধনতেরাসের সকালেই ভয়াবহ দুর্ঘটনা। লুধিয়ানা থেকে দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেসে ভয়ংকর অগ্নিকাণ্ড (Garib Rath Train Fire)। সূত্রের খবর, ট্রেনটি পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনের কাছে পৌঁছনো মাত্রই একটি বগিতে ভয়াবহ আগুন লেগে যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, 19 নম্বর কোচে শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত। এমনকি ওই ট্রেনে অনেক ব্যবসায়ী ভ্রমণ করছিলেন। আগুন লাগার সাথে সাথেই ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।
ভয়াবহ আগুন অমৃতসর-সহরসা ট্রেনে
রিপোর্ট অনুযায়ী খবর, ট্রেন নম্বর 12204 অমৃতসর-সহরসা ট্রেনটি পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনের কাছে পৌঁছনো মাত্রই এই অগ্নিকাণ্ড ঘটে। তবে চালক সতর্কতার জন্য জরুরী ব্রেক করে তাৎক্ষণিক ট্রেনটিকে থামিয়ে দেন। যার ফলে কোচের যাত্রীরা লাগেজ নিয়ে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে পড়ে। তবে বিশৃঙ্খলা মধ্যে ট্রেন থেকে নামার সময় অনেক যাত্রী আহত হয়। সূত্রের খবর, সকাল 7:30 নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে রেল এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছে।
VIDEO | Sirhind, Punjab: A major train accident was averted near Sirhind railway station when a fire broke out in the Garib Rath Express travelling from Amritsar to Saharsa, just half a kilometre ahead of Ambala. The train was halted immediately after smoke was seen billowing… pic.twitter.com/vXwHoqTEJB
— Press Trust of India (@PTI_News) October 18, 2025
সবথেকে বড় ব্যাপার, এই ভয়াবহ দুর্ঘটনায় একজন মহিলা দগ্ধ হয়েছেন। যাত্রীদের মতে, সকাল 7:30 নাগাদ ট্রেনটি সিরহিন্দ স্টেশন পার করছিল। একজন যাত্রী 19 নম্বর কোচ থেকে ধোঁয়া দেখতে পান। তিনি তৎক্ষণাৎ চিৎকার করে চেইন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন। এমনকি ধোঁয়ার সাথে সাথে আগুনে ছড়িয়ে পড়তেই চরম আতঙ্ক সৃষ্টি হয়। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হয়, এমনকি কেউ কেউ তাদের লাগেজও ট্রেনে ফেলে যায়।
আরও পড়ুনঃ ফের আফগানিস্তানে এয়ারস্ট্রাইক পাকিস্তানের, নিহত ৩ ক্রিকেটার সহ আটজন
রক্ষা পেল বড়সড় দুর্ঘটনা থেকে
রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, সিরহিন্দ স্টেশনের কাছে অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসের একটি কোচে আগুন লেগেছে। তবে রেল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবেই ওই কোচের আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদেরকে অন্য কোচে স্থানান্তর করে দেওয়া হয়। কোনওরকম প্রাণহানির ঘটনা ঘটেনি। শীঘ্রই ট্রেনটি আবারও গন্তব্যের দিকে রওনা দেবে। কিন্তু তাড়াহুড়ো করে নামতে গিয়ে যে কজন যাত্রী আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রিপোর্ট মারফৎ খবর।