ধনতেরাসের দিন এভাবে জানান প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা, রইল মন ছোঁয়া ২০টি উইশ

Published:

Dhanteras 2025 Wishes
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ধনতেরাস (Happy Dhanteras 2025)। এদিন সকলেই মা লক্ষ্মী এবং ধন দেবতা কুবেরের আরাধনা করে থাকে। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাস পালিত হয়। দীপাবলির ঠিক দু’দিন আগেই ধন ত্রয়োদশী কিংবা ধন্বন্তরি ত্রয়োদশীকে সংক্ষেপে ধনতেরাস বলা হয়। গোটা হিন্দু ধর্মে এই উৎসবকে শুভ বলে মনে করা হয়। এমনকি ধনতেরাসে লক্ষ্মী থেকে শুরু করে গণেশের পুজোও করা হয়।

বিশ্বাস করা হয়, এ দিন সোনা-রুপো বা অন্য কোনও দামি ধাতু কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি ফিরে আসে। পাশাপাশি গয়না, বাসনপত্রের দোকানেও সাধারণ মানুষ ভিড় জমায়। তবে এই বিশেষ দিনটিতে প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা (Dhanteras 2025 Wishes) জানালে সে খুশিতে আত্মহারা হয়ে উঠবে। আজকের প্রতিবেদনে এমনই কিছু শুভেচ্ছা বার্তা তুলে ধরব, যেগুলি ধনতেরাসের এই শুভ লগ্নে আপনি আপনার প্রিয়জন, আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবকে নির্দ্বিধায় জানাতে পারবেন।

ধনতেরাসে এভাবে জানান শুভেচ্ছা

১) ধনতেরাসের দিন আপনার পরিবার সুখ শান্তিতে এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ ধনতেরাস ২০২৫।

২) মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ধনভান্ডার ভরে উঠুক। শুভ ধনতেরাস ২০২৫।

৩) দেবী লক্ষ্মী যেন সবসময়ই আপনাকে আশীর্বাদ বর্ষণ করে। শুভ ধনতেরাস।

৪) ধনতেরাসে সুখ-সমৃদ্ধি ফিরে আসুক। লক্ষ্মী আসুক সকলের ঘরে। শুভ ধনতেরাস ২০২৫।

৫) সকলকে জানাই ধনতেরাসের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।

৬) আজ থেকে যে কাজই করবেন, তাতেই যেন সাফল্য অর্জন হয়। সব স্বপ্ন যেন পূর্ণ হয়। ধনতেরাসের শুভেচ্ছা রইল।

৭) ধন লক্ষ্মীর কৃপায় সমস্ত দুঃখ, অশান্তি জীবন থেকে ঘচে যাক। সুখ-সমৃদ্ধি নিয়ে আবারও নতুন করে জীবন শুরু করুন। শুভ ধনতেরাস।

৮) এই শুভ দিনটি আপনার জীবনে সম্পদ, সুখ এবং স্বপ্নের পূর্ণতা নিয়ে আসুক। শুভ ধনতেরাস।

৯) ধনতেরাসে জীবনে সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য ফিরে আসুক। জীবন থেকে কুপ্রভাবগুলো দূর হোক। শুভ ধনতেরাস।

১) আপনার উপর সবসময় অর্থের বর্ষণ হোক। ধনতেরাসের পূর্ণ লগ্নে এই কামনাই করি। রইল ধনতেরাসের শুভেচ্ছা।

১১) আপনি জীবনে যা যা চেয়েছেন, সব মনস্কামনা যেন পূর্ণ হয়। শুভ ধনতেরাসের শুভেচ্ছা।

১২) লক্ষী, গণেশ আপনাকে সুখ-সমৃদ্ধি দান করুক। শুভ ধনতেরাসের শুভেচ্ছা।

১৩) আপনার প্রতি অনেক প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা রইল। জীবন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু আর ঈশ্বরের আশীর্বাদ ভরে উঠুক। শুভ ধনতেরাস।

১৪) আলোয় ভরে উঠুক আপনার এই জীবন। দুর হোক সমস্ত অন্ধকার। মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে আপনার ধন ভান্ডার পরিপূর্ণ হোক। শুভ ধনতেরাস।

১৫) পবিত্র এই দিনে শুধু এটাই কামনা করি যে, আপনার জীবন যেন সোনা রুপোর মতো উজ্জ্বল হয়ে ওঠে। শুভ ধনতেরাসের শুভেচ্ছা।

১৬) মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে আপনার সকল স্বপ্ন যেন পূরণ হয়। দিনটি আনন্দে কাটুক। শুভ ধনতেরাসের শুভেচ্ছা।

১৭) ধন সম্পদ, সুখ-শান্তি সমস্ত কিছুই অক্ষয়ী হোক আপনার জীবনে। আজকের দিনে কেনা সমস্ত ধাতু যেন আপনার ঘরে সুখ ফিরিয়ে নিয়ে আসে। শুভ ধনতেরাস।

আরও পড়ুনঃ ফের ৩১৫০ টাকা বাড়ল সোনার দাম, রুপো শোনাচ্ছে সুখবর! আজকের রেট

১৮) ধনতেরাস মানেই সুখ-সমৃদ্ধি আর আনন্দের লগ্ন। শুধু এটাই প্রার্থনা করি, যেন মা লক্ষ্মী এবং কুবেরের কৃপায় আপনার অর্থের ভান্ডার পরিপূর্ণ হয়ে ওঠে।

১৯) ধনতেরাসের প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে আপনার পরিবারও যেন আলোয়, হাসিতে ভরে ওঠে। শুভ ধনতেরাস।

২০) ধনতেরাসে আপনার পরিবারে সমৃদ্ধি ফিরে আসুক। লক্ষ্মী আসুক সকলেরই ঘরে। শুভ ধনতেরাস।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join