বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল, রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ (India Vs Australia)। এই আসরেই কামব্যাক করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কাজেই, 19 অক্টোবর থেকে শুরু হওয়া একদিনের ম্যাচগুলি ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে জয়ের নিরিখেও কিছুটা পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ফলত, নতুন অধিনায়ক হিসেবে ভারতকে সেই দৌড়ে এগিয়ে নিয়ে যেতে চাইবেন শুভমন গিল।
ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান
প্রথমবারের মতো 1980 সালে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত এবং অস্ট্রেলিয়া। এই সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল টিম ইন্ডিয়ার ঘরের মাঠে। যদিও এই আসরে 3-0 ব্যবধানে হেরেছিল ভারত। এরপর থেকে অস্ট্রেলিয়ার সাথে আজ পর্যন্ত মোট 15টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। পরিসংখ্যান বলছে, 15টি একদিনের সিরিজের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে 8টি সিরিজ। ভারতের ঝুলিতে এসেছে 7টি।
তবে, যদি ম্যাচের হিসাব করা হয় সেক্ষেত্রে আজ পর্যন্ত ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে মোট 152টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই আসরে অস্ট্রেলিয়া জিতেছে 84টি ম্যাচ এবং ভারতের খাতায় উঠেছে মাত্র 58টি ওয়ানডে ম্যাচ। বাকি 10টি ম্যাচ ড্র হয়েছে।
অস্ট্রেলিয়ায় ভারতের ওয়ানডে রেকর্ড
ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে কিছুটা কাটাছেঁড়া করলে দেখা যাবে, ভারতীয় দল আজ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে মোট তিনবার ওয়ানডে সিরিজ খেলেছে। যার মধ্যে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে তারা। বলা বাহুল্য, 2016 সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল ভারতীয় দল। সেই আসরে পাঁচ ম্যাচের সিরিজে 4-1 ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। যদিও 2019 সালে 3 ম্যাচের ওয়ানডেতে 2-1 ব্যবধানে জয় পেয়েছিল ভারতীয় দল। কাজেই নতুন অধিনায়ক হিসেবে এ বছর ভারতীয় দলের রেকর্ড উন্নীত করাই হবে শুভমনের একমাত্র লক্ষ্য।
অবশ্যই পড়ুন: শামি-আগরকরের ঠান্ডা লড়াইয়ে তপ্ত ভারতীয় ক্রিকেট
উল্লেখ্য, আগামীকাল, 19 অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি গড়াবে পার্থে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী 23 অক্টোবর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত এবং সবশেষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী 25 অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ ওয়ানডে ম্যাচ।