শ্রীলঙ্কাকে উড়িয়ে মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেকেন্ড গার্ল দক্ষিণ আফ্রিকা, কততে ভারত?

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচে বাগড়া হয়েছিল বৃষ্টি। তাই বৃষ্টি বিঘ্নিত খেলা নির্ধারিত সময় থেকে 20 ওভারে নামিয়ে আনা হয়। তাতে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে 105 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত 20 ওভারের অনেক আগেই কোনও রকম ক্ষতি ছাড়াই 10 উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকার নারী দল। মূলত DLS পদ্ধতিতেই জয় পায় তাঁরা। আর তাতেই মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে (ICC Womens World Cup Points Table) বড় লাফ দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভের পর মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার ম্যাচের দুই পয়েন্ট মিলিয়ে এখনও পর্যন্ত চারটি ম্যাচে জয় এবং একটিতে পরাজয় নিয়ে 8 পয়েন্টে দৌড়াচ্ছে প্রোটিয়াদের দল। কাজেই সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও তাদের নেট রান রেট -0.440।

সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থান পেলেও তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার মহিলা দল। শুধু তাই নয়, তালিকার মগডালে থেকেই বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে নিয়েছে অজিরা। বলা বাহুল্য, এখনও পর্যন্ত মোট 5টি ম্যাচের মধ্যে চারটিতে জয় এবং একটিতে পরাজয় নিয়ে 9 পয়েন্টে দৌড়াচ্ছে অস্ট্রেলিয়া। তাদের নেট রান রেট +1.818।

অবশ্যই পড়ুন: শামি-আগরকরের ঠান্ডা লড়াইয়ে তপ্ত ভারতীয় ক্রিকেট

ভারতের স্থান কততে, তালিকায় বাকিরা কে কোথায়?

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ঠিক তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড দল। বর্তমানে তাদের পয়েন্ট 7। ইংল্যান্ডের পরে অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে ভারত। এখনও পর্যন্ত মোট 4 ম্যাচের দুটিতে জয় এবং দুটিতে পরাজয় নিয়ে 4 পয়েন্টে দৌড়াচ্ছে হরমনপ্রীত কৌরের দল। তাদের নেট রান রেট +0.682। ভারতের পর তালিকার পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড মহিলা দল। তাদের পয়েন্ট 3।

এছাড়াও, পাঁচ ম্যাচের একটিতে জয় এবং বাকি চারটিতে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। এই দলের বর্তমান পয়েন্ট 2। একই সাথে 5 ম্যাচের তিনটিতে পরাজয় এবং দুটি ড্র নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এই দলের পয়েন্টও 2। সবশেষে 4 ম্যাচের তিনটিতে পরাজয় এবং একটি ড্র নিয়ে তালিকার একেবারে তলানিতে জায়গা হয়েছে পাকিস্তান মহিলা দলের। তাদের পয়েন্ট মাত্র 1।

Points Table

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join