প্রীতি পোদ্দার, জলপাইগুড়ি: হঠাৎ করেই পথে দেখা মিলল একদল গজরাজের! নদী পেরোনোর সেই অবাক করা দৃশ্য দেখে তোলপাড় জলপাইগুড়ির (Jalpaiguri) কাঁঠালগুড়ি এলাকা। ভরদুপুরে হুংকার ছেড়ে যাতায়াতের পথে হঠাৎই নেমে এল জঙ্গলের রাজা! শুক্রবার দিনের আলোয় বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি গুদাম লাইন এলাকার চামুচ্চি নদীতে দেখা গেল সেই বিরল দৃশ্য।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ শুক্রবার দিনের আলোয় বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি চা বাগান এলাকায় চামুচ্চি নদীতে দেখা গেল এক নজরকাড়া দৃশ্য। নদীর শুকনো চড় দিয়ে সংঘবদ্ধ ভাবে হেঁটে চলেছে প্রায় ৪০ টি হাতির দল। তাদের মধ্যে বেশ কয়েকটি দাতাল হাতি এবং শাবক। পায়ের ধুলোয় ঢেকে গিয়েছে চারপাশ। মুহূর্তেই সেই বিরল দৃশ্য স্মৃতি হিসেবে ধরে রাখতে স্থানীয়রা মোবাইল ক্যামেরায় সেটি রেকর্ড করেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড় তুলেছে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে এই হাতির দলটি প্রথমে রেটি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয় সংলগ্ন কাঁঠালগুড়ি চা বাগান এলাকায় ঢুকে পড়ে, আর তাতেই চরম আতঙ্কের সৃষ্টি হয়।
নজরদারি রাখা হচ্ছে হাতিদের উপর
পরিবেশপ্রেমীরা বলছেন, প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে ভুটান সীমান্ত পেরিয়ে ধান ফসলের খোঁজে বাংলার জঙ্গল সংলগ্ন এলাকায় চলে আসে হাতির দল। এবছরও সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে। এদিকে হাতির দল হানা দেওয়ার খবর চাউর হতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। বন বিভাগের এক আধিকারিক জানান, “হাতির দলের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। যাতে তারা শ্রমিক মহল্লা বা জনবসতিপূর্ণ এলাকায় না ঢোকে, সেদিকে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।” ইতিমধ্যেই হাতির দলকে রেটি নদী পার করিয়ে কালাপানি সংরক্ষিত জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রেজিস্ট্রেশনের পর ড্রাইভিং লাইসেন্স! টোটোর জন্য আরও বড় পদক্ষেপ পরিবহন দফতরের
এদিন হাতির দলের এই দৃশ্য দেখে স্থানীয় এক বাসিন্দা জানান, “নদীর দিক থেকে অদ্ভুত আওয়াজ শুনে প্রথমে ভয় পেয়ে গেছিলাম। এরপর ঠিক কী হয়েছে তা দেখার জন্য বাইরে বেরিয়ে দেখি নদীর মাঝখানে বিশাল হাতির দল! ভয়ে হাত পা কেঁপে উঠল, তড়িঘড়ি আশপাশের বাসিন্দাদের সতর্ক করি।” এর আগে এলিফ্যান্ট ডিটেকশন সিস্টেম এর ট্রায়াল রান চলাকালীন হাতির আক্রমণে মৃত্যু হয় রেলের ঠিকাদারি সংস্থার অফিসারের। এমনকি আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া স্টেশনের কাছে মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছিল সেনাবাহিনীর প্রাক্তন কর্নেলের।