ধনতেরাসে ঘটছে শনির সাড়ে সাতি ও ধাইয়ার মিলন! রাতারাতি ভাগ্য ফিরবে ৫ রাশির

Published:

Dhanteras 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ধনতেরাস (Dhanteras 2025)। তবে শনিবারের ত্রয়োদশী তিথির বিশেষ এই দিনে ঘটছে বিরল এক যোগ। জ্যোতিষীরা বলছে, ধনতেরাসের দিন শনির সাড়ে সাতি আর ধাইয়া দ্বারা প্রভাবিত রাশিচক্র এই বিরল যোগ সৃষ্টি করছে। তবে এই যোগ কিছু রাশি জাতির জাতিকাদের জন্য আশীর্বাদ নিয়ে আসছে। হ্যাঁ, তাদের ধনসম্পত্তি থেকে শুরু করে পরিবারে সুখ-শান্তি, এমনকি প্রেমের সম্পর্ক, সবকিছুই উন্নতি হবে। তবে কোন কোন রাশি, তা জানতে হলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে।

আজই ঘটছে বিরল যোগ

প্রসঙ্গত, এবছর ধনতেরাস পড়ছে শনিবার। আর এই দিন ত্রয়োদশী তিথি। ফলত, ধনতেরাস, শনি ত্রয়োদশী বা শনি প্রদোষ ব্রত একসঙ্গে মিলিত হচ্ছে। এদিকে ধনতেরাসের দিন মূলত ধন্বন্তরীর পুজো করা হয়। তবে আবার প্রদোষ ব্রত শিব পার্বতীর পুজোর নির্ঘণ্ট। পাশাপাশি শনিবারে পূজিত হয় শনিদেব। জ্যোতিষশাস্ত্র বলছে, ধনতেরাস এবং শনি ত্রয়োদশী যখন মিলে যায়, তখন শুধু সম্পদ বৃদ্ধি পায় না, বরং পরিবারে সুখ শান্তিও ফিরে আসে। বিশেষ করে যে সমস্ত রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি ও ধাইয়ার সমস্যা রয়েছে, তাদের জন্য আশীর্বাদস্বরূপ ধরা দেয় এই যোগ। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশি তালিকায় পড়ছে।

শনির সাড়ে সাতির কবলে কারা রয়েছে?

জ্যোতিষশাস্ত্র বলছে, বর্তমানে মেষ, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির কবলে রয়েছে। তবে এরা যদি সামান্য কিছু কাজ করতে পারে, তাহলে আজ থেকে জীবনে সুখ-শান্তি ফিরে আসবে, এমনকি অর্থের প্রবাহও বজায় থাকবে। জানতে হলে লেখাটি পড়তে থাকুন।

মেষ রাশি- প্রথমে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলি। এদেরকে আজ শিবলিঙ্গে জল ঢালতে হবে এবং দেবতাকে বেলপাতা অর্পণ করতে হবে। পাশাপাশি সন্ধ্যাবেলা শনি মন্দিরে গিয়ে একটি প্রদীপ দান করতে হবে। আর শনি চাল্লিশা পাঠ করতে হবে।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতক জাতিকাদের এদিন বিশেষ করে ধনতেরাসের দিন শনি চালিশা পাঠ করতে হবে আর শনি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। কারণ, এই রাশির জাতক জাতিকারা বর্তমানে শনির সাড়ে সাতির প্রভাবে ধুঁকছে।

মীন রাশি- মীন রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের দিন গরু, কুকুর এবং কাকের মতো কোনও পশু পাখিদের রুটি খাওয়াতে হবে। পাশাপাশি শনি স্রোত পাঠ করতে হবে। তাহলে জীবনে সুখ শান্তি ফিরে আসবে।

ধৈয়ার প্রভাবে কোন কোন রাশি?

এদিকে জ্যোতিষশাস্ত্র বলছে, সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকারা বর্তমানে শনির ধৈয়াতে অবস্থান করছে। তবে এরাও যদি সামান্য কিছু কাজ করতে পারে, তাহলে এদের জীবনেও আজ থেকে সুখ শান্তি, এমনকি অর্থ ফিরে আসবে। চলুন জেনে নেওয়া যাক।

সিংহ রাশি- সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিচক্র বর্তমানে শনির ধৈয়ার প্রভাবে ধুঁকছে। তাই আজ অর্থাৎ শনি প্রদোষ ব্রত বা ধনতেরাসের দিন শনি মন্দিরে যেতে হবে। আর সেখানে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। তাহলেই জীবনে সুখ শান্তি ফিরে আসবে।

আরও পড়ুনঃ ৯ মাসে ১০ হাজার! AIDS আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ল পাকিস্তান

ধনু রাশি- বর্তমানে ধনু রাশির জাতক জাতিকারাও শনির ধৈয়ার প্রভাবে পিছিয়ে পড়ছে। তাই শনিবার অর্থাৎ ধনতেরাসের দিন শনিদেবকে সরিষার তেল দিয়ে স্নান করাতে হবে এবং চেষ্টা করতে হবে কালো পোশাক বা লোহা দান করার। এছাড়া হনুমান চালিশাও পাঠ করতে হবে। তাহলে জীবনে সুখ শান্তি ফিরে আসবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join