সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। সকলের সুবিধার কথা মাথায় রেখে কালীপুজো স্পেশাল মেট্রো চালানোর ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এবারের কালীপুজোয় অনেক রাত অবধি আপনি বাইরে ঘুরতে পারবেন, মেট্রোর সৌজন্যে আর আপনাকে তাড়াহুড়ো করতে হবে না।
কালীপুজো স্পেশাল মেট্রো চালানোর ঘোষণা
জানা গিয়েছে, কলকাতা মেট্রো রেলওয়ে ২০ অক্টোবর সোমবার তাদের ব্লু লাইনে বিশেষ রাতের পরিষেবা ঘোষণা করেছে। রাতব্যাপী উৎসবের জন্য শহরের কালীঘাট এবং দক্ষিণেশ্বর কালী মন্দির পরিদর্শনে বিপুল সংখ্যক যাত্রী আসার সম্ভাবনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত শুক্রবার (১৭ অক্টোবর) জারি করা এক সরকারি বিবৃতি অনুসারে, দর্শনার্থী এবং যাত্রী উভয়ের জন্যই মসৃণ এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে মেট্রো কর্তৃপক্ষ নিয়মিত সময়ের বাইরেও মেট্রো পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দেখে নিন সময়সূচী
কালীপুজোর রাতে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ ট্রেনটি রাত ৯:২৮-এর পরিবর্তে রাত ১০:৫১ মিনিটে ছাড়বে। একইভাবে, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেনটি রাত ৯:৩৩-এর স্বাভাবিক সময়সূচীর পরিবর্তে রাত ১১:০০ মিনিটে ছাড়বে। এই এক্সটেনশনের ফলে ভক্তরা গভীর রাত পর্যন্ত অতিরিক্ত ভ্রমণের বিকল্প পাবেন।
মেট্রোর বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে ২০ অক্টোবর দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম করিডোরে আপ ডাউন মিলিয়ে মোট ১৪৪টি পরিষেবা পরিচালিত হবে। যদিও এটি স্বাভাবিক ২৭২টি সপ্তাহের দিনের পরিষেবার চেয়ে কম, তবে রাতের পরিষেবাগুলিকে সামঞ্জস্য করার জন্য এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের সুবিধার্থে সময়সূচী সামঞ্জস্য করা হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, যাত্রী প্রবাহ নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত কর্মী এবং নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে, বিশেষ করে কালীঘাট এবং দক্ষিণেশ্বরের মতো কেন্দ্রগুলিতে, যেখানে কালীপুজোর সময় হাজার হাজার ভক্তের সমাগম হয়। প্রতি বছর, কালীপুজোর উৎসবে কলকাতার মন্দির এবং মণ্ডপগুলিতে বিশাল সমাবেশ দেখা যায়। বিশেষ রাতের মেট্রো পরিষেবাগুলি শহরের রাস্তাগুলির উপর চাপ অনেকটাই কমাবে এবং ধর্মীয় স্থানে যাতায়াতকারী যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।