সৌভিক মুখার্জী, কলকাতা: 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে রেকর্ড গড়ল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। মুকেশ আম্বানির মালিকাধীন এই সংস্থা এবার মোট রাজস্ব 9.9% বৃদ্ধি করে 2,83,548 কোটিতে পৌঁছেছে। হ্যাঁ, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে PAT 16% বৃদ্ধি পেয়ে 22,146 কোটি টাকা হয়েছে। আর আগের বছরের একই সময়ে কোম্পানির PAT ছিল 19,101 কোটি টাকা। এমনকি কোম্পানির নিট মুনাফা 9.7% বৃদ্ধি পেয়ে 18,165 কোটি টাকায় ঠেকেছে, যেখানে আগের বছরের একই সময় তা ছিল 16,563 কোটি টাকা। চলুন দেখে নেওয়া যাক, পরিসংখ্যান কী বলছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল
এমএমসি গ্লোবাল সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট সীমা শ্রীবাস্তব বলেছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2026 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে বিরাট পারফরম্যান্স করেছে। যার ফলে মোট 9.9 শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে এবং এখন তা 2,83,548 কোটিতে পৌঁছেছে। এদিকে জিও প্ল্যাটফর্ম লিমিটেড, রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড এবং অয়েল টু কেমিক্যালস সহ কোম্পানির বেশ কিছু পোর্টফোলিও এর পিছনে বিরাট অবদান রেখেছে। এমনকি জিও প্ল্যাটফর্ম লিমিটেডের রাজস্ব বৃদ্ধি পেয়েছে 14.9 শতাংশ।
হিসাব বলছে, EBITDA বিগত এক বছরে 14.6% বৃদ্ধি পেয়ে এখন 50,367 কোটি টাকায় পৌঁছেছে। কিন্তু কোম্পানির তেল বা গ্যাস বিভাগে 2.6% রাজস্ব পতন দেখা গিয়েছে। এর কারণেই KGD6-তে উৎপাদনে কিছুটা পতন লক্ষ্য করা যাচ্ছে। তবে চ্যালেঞ্জ সত্ত্বেও রিলায়েন্স আশাবাদী যে, মুকেশ আম্বানির নেতৃত্বে গ্রাহকদের সেরা পরিষেবা পাবে। এমনকি নতুন শক্তি খাত, মিডিয়া, ভোক্তা ব্রান্ড সহ কোম্পানির বেশ কিছু খাতগুলির উপর ভর করেই সামনের দিকে এগোনো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
मुकेश अंबानी की कंपनी रिलायंस इंडस्ट्रीज लिमिटेड (RIL) ने वित्त वर्ष 2025-26 की दूसरी तिमाही (Q2) के मजबूत नतीजे जारी किए हैं. कंपनी का कंसॉलिडेटेड नेट प्रॉफिट (टैक्स के बाद मुनाफा) साल-दर-साल (YoY) आधार पर 14% बढ़कर 22092 करोड़ रुपए पहुंच गया. हालांकि पिछली तिमाही (QoQ) के… pic.twitter.com/Bspd60OX6Z
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) October 17, 2025
রিলায়েন্সের শেয়ারের লক্ষ্যমাত্রা
উল্লেখ্য, রিলায়েন্সের শেয়ারের দামেও ঊর্ধ্বগতির প্রত্যাশা করেছেন আনন্দ রাঠির টেকনিক্যাল রিসার্চের সিনিয়র ম্যানেজার গণেশ ডোংরে। তাঁর বক্তব্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দৈনিক চার্টে সম্প্রতি উত্থান দেখা যাচ্ছে। ফলে প্রতিটি শেয়ারের দাম 1380 টাকা থেকে বেড়ে 1400 টাকা ছাড়িয়ে যেতে পারে। এমনকি স্বল্প মেয়াদে প্রযুক্তিগত সূচকগুলিও ভালো প্রদর্শন করছে, যা বাজার বিশেষজ্ঞদের কাছে ইতিবাচক হিসেবেই ধরা দিচ্ছে । বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে, 1340 টাকা স্টপ লস রেখে পজিশন ধরে রাখা কিংবা জমা করা যেতে পারে। কারণ, 1480 টাকা বা 1500 টাকার মধ্যে শেয়ারের দাম পৌছবে।
আরও পড়ুনঃ ভাঙড় থেকে অপহরণ করে মুর্শিদাবাদে ধর্ষণের অভিযোগ! হাসপাতালে মৃত্যু নাবালিকার
প্রসঙ্গত, জামনগরে অবস্থিত রিলায়েন্সের নতুন শক্তি গিগা কমপ্লেক্স সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আপডেট দেওয়া হয়নি। তবে প্রকল্পটিকে বিশ্বের বৃহত্তম একক স্থানীয় শক্তি কমপ্লেক্স হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। জানা যাচ্ছে, এই কমপ্লেক্স বালিকে সৌর মডিউলে পরিণত করবে আর মডিউলগুলি থেকেই প্রাপ্ত শক্তি ব্যবহার করে সবুজ হাইড্রোজেন তৈরি করা হবে এবং ডেটা সেন্টার পরিচালনা করা হবে। ফলত, এই কমপ্লেক্সের উদ্ভাবন রিলায়েন্সের মোট রাজস্বের পরিমাণ যে আরও বাড়াবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।