রপ্তানিতে নতুন বাজার ধরতে মরিয়া ভারত, যোগি রাজ্যেই ব্রহ্মসের প্রথম ব্যাচ উদ্বোধন

Published:

BrahMos First batch Inauguration In Lucknow factory Uttar Pradesh
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ব্রহ্মসের ক্ষমতা কতটা, তা জানতে বাকি নেই কারোরই। অপারেশন সিঁদুরে এই ক্ষেপণাস্ত্র দিয়েই পাকিস্তানের মাটিতে কম্পন ধরিয়েছিল নয়া দিল্লি। বিশ্বের বহু দেশ ভারতের কাছ থেকে যে মিসাইল কিনতে লাইন দেয়, এবার সেই সুপারসনিক ব্রহ্মস মিসাইলের প্রথম ব্যাচের উদ্বোধন হতে চলছে উত্তর প্রদেশে (BrahMos First Batch Inauguration)। শনিবার, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতেই হবে এই শুভ কাজ। এদিন যোগী রাজ্যের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

শীঘ্রই রপ্তানি হবে ব্রহ্মসের প্রথম ব্যাচ

প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, 18 অক্টোবর, শনিবার ধনতেরসের শুভ দিনে যোগী রাজ্যের লখনউয়ের সরোজিনী নগরে অবস্থিত ব্রহ্মস অ্যারোস্পেস ইউনিট অর্থাৎ 300 কোটি খরচ করে তৈরি এই বিশেষ কারখানা থেকে রপ্তানি হতে চলেছে সুপারসনিক মিসাইলের প্রথম ব্যাচ। বলা বাহুল্য, যোগীরাজ্যে কারখানা তৈরি করে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস মিসাইল প্রথমদিকে বছরে অন্তত 80-100টি করে তৈরি করার টার্গেট নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সেই লক্ষ্যমাত্রাটাকে বাড়িয়ে এক বছরে 150টি ব্রহ্মস মিসাইল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপোর্ট বলছে, উত্তর প্রদেশের এই কারখানায় যেমন একদিকে মিসাইল তৈরি করা হবে, একই সাথে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং তার চূড়ান্ত মান নির্ণয়ও করা হবে। আসলে লখনউয়ের কারখানায় নিত্যনতুন সব মিসাইল তৈরি করে গোটা বিশ্ব বাণিজ্যের সমরাস্ত্র রপ্তানিতে এগিয়ে থাকাই লক্ষ্য নয়া দিল্লির। তারই শুভ সূচনা হবে আজ।

অবশ্যই পড়ুন: মুখ্যমন্ত্রীর কনভয়ে ৪০-র উপরে গাড়ি! ভিডিও পোস্ট করে মমতাকে মিথ্যেবাদী আখ্যা শুভেন্দুর

প্রসঙ্গত, আজ সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে তার আগে বুস্টার ভবন উদ্বোধন করার পাশাপাশি বুস্টার ডকিং প্রক্রিয়ার একটি প্রদর্শনীতে যোগ দেবেন যোগী আদিত্যনাথ এবং রাজনাথ সিং। সূত্রের খবর, এদিন এয়ারফ্রেম, ব্রহ্মস সিমুলেটর সরঞ্জামের উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রদর্শনী অনুষ্ঠান, মোবাইল অটোনোমাস লঞ্চার প্রদর্শনী, GST বিল উপস্থাপনার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join