আফগানিস্তানে হামলা চালিয়েই ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন আসিম মুনির!

Published:

Asim Munir Nuclear Threats To India
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir Nuclear Threats)। শুক্রবার রাতে, আকাশ পথে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাক সেনা। যুদ্ধবিরতির পর যা নিয়ে ফের সংঘাতে জড়িয়েছে দুই দেশ। আর ঠিক সেই আবহে এবার ভারতকে পারমাণবিক যুদ্ধ এবং অর্থনৈতিক ক্ষতির হুমকি দিলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির।

পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে সহযোগিতা করার অভিযোগ এনে নয়া দিল্লিকে সরাসরি নিশানা করেছেন মুনির। তাঁর কথায়, ‘গত মে মাসের মতো যদি ভারতের সাথে আবার সংঘাত হয়, তবে আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে। এবার সংঘাত বাঁধলে সেটা পারমানবিক হুমকির মুখে পড়তে পারে।’

ভারতকে হুঁশিয়ারি দিলেন মুনির

শনিবার পাকিস্তান সেনার এক অনুষ্ঠান থেকে ভারতকে সরাসরি নিশানা করে বসেন সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের ফিল্ড মার্শাল বলেন, গত মে মাসের মতো ভারতের আর কোনও পদক্ষেপ নেওয়া উচিত হবে না। দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আর কোনও সুযোগ নেই। মুনিরের কথায়, ‘আমি ভারতের সামরিক নেতৃত্বকে সতর্ক করে দিচ্ছি যে, আমরা আপনাদের লাফালাফিতে ভয় পাবো না। আমরা যে কোনও উস্কাণীর জন্য একটি দৃষ্টান্তমূলক জবাব দেব।’

এদিন মুনির বলেন, ‘শত্রুদের সংখ্যা বৃদ্ধি পেলে পাকিস্তান প্রত্যাশার চেয়েও ভয়ানক প্রতিক্রিয়া দেখাবে। আমাদের অস্ত্র ব্যবস্থার নাগাল ও যুদ্ধ সক্ষমতা ভারতের ভাবনা চিন্তাকে বদলে দেবে। যে কোনও লড়াইতেই মারাত্মক ক্ষতি হতে পারে। এর প্রভাবে শত্রুদের বিপদজনক পরিণতি হবে।’ শনিবার কার্যত নিজের পিঠ নিজেই চাপড়ে পাকিস্তানের সেনাপ্রধান বলেছিলেন, আমরা মে মাসেই ভারতের সাথে চারদিনের লড়াইয়ে দুর্দান্ত কাজ করেছি। মুনিরের দাবি, গত মে মাসে নাকি ভারতের সাথে সংঘাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা এবং পাক সেনার উপর জনগনের আস্থা এবং বিশ্বাস অনেকটাই বেড়েছে।

 

অবশ্যই পড়ুন: রপ্তানিতে নতুন বাজার ধরতে মরিয়া ভারত, যোগি রাজ্যেই ব্রহ্মসের প্রথম ব্যাচ উদ্বোধন

উল্লেখ্য, ভারতকে পরমাণু হামলার জুজু দেখানোর পাশাপাশি আফগানিস্তানের তালিবান সরকারকেও হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। বিগত এক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সীমান্ত সংঘর্ষ চলছে তা নিয়ে কথা বলতে গিয়ে পাক সেনাপ্রধান মুনির বলেন, সীমান্তে যে সংঘর্ষ চলছে তা সত্যিই নিন্দনীয়। আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের ভূমিকে যেভাবে ব্যবহার করতে দিচ্ছে তা এখনই বন্ধ করতে হবে। শুক্রবার রাতে পাকিস্তান আফগানিস্তানে হামলার পরই এমন হুঁশিয়ারি দিয়েছেন মুনির।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join