প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর দুর্গাপুজোয় দশমী বাদে বাকি দিনগুলিতে বৃষ্টি (Weather Update) না হওয়ার কারণে সকলেই বেশ মজা করেই কাটিয়েছে। এরপর আসছে আলোর উৎসব। হাতে মাত্র বাকি আর ১ টা দিন। তাই চারিদিকে চলছে শেষ মুহূর্তে তোড়জোড়। এমতাবস্থায় আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন ঘূর্ণাবর্ত সপ্তাহ শেষে নিম্নচাপে পরিণত হতে চলেছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হবে ২৪ অক্টোবর। এগুলো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে শক্তিশালী আকার ধারণ করতে চলেছে। ফলস্বরূপ এটি উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলবে। সুতরাং, কালীপুজো–ভাইফোঁটার আনন্দ যে বৃষ্টি নষ্ট করবেনা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ এইসময় আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প এবং দক্ষিণা বাতাসের প্রভাব বেশি থাকায় তাপমাত্রা সামান্য বাড়বে। জানা গিয়েছে আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। আবহাওয়া ফের রোদ ঝলমলে থাকবে।
আরও পড়ুন: গোর্খাল্যান্ড ইস্যুতে ‘মধ্যস্থতাকারী’ নিয়োগ কেন্দ্রের! সিদ্ধান্তের প্রতিবাদে মোদিকে চিঠি মমতার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সোমবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার থাকবে আবহাওয়া। সকালের দিকে কিছু এলাকায় সামান্য কুয়াশা পড়তে পারে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই আশা করা যাচ্ছে।