KKR এর নতুন হেড কোচ হচ্ছেন অনিল কুম্বলে? তুঙ্গে জল্পনা

Published:

KKR New Head Coach update anil Kumble may get this position speculation
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চন্দ্রকান্ত পণ্ডিত পদত্যাগ করার পর আপাতত কোচের অভাবে ভুগছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এদিকে ক্রমশ এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। যদিও সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যায়, ইতিমধ্যেই নাকি প্রধান কোচের খোঁজ শুরু করে দিয়েছে KKR। এও শোনা যাচ্ছে, গোপনে এক ভারতীয় কিংবদন্তিকে প্রধান কোচ (KKR New Head Coach) করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে KKR ম্যানেজমেন্ট। কিন্তু কে তিনি? সমাজ মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই ভক্তদের মধ্যে বেড়েছে জল্পনা।

KKR এর প্রধান কোচ হতে পারেন ভারতীয় কিংবদন্তি

গতকাল অর্থাৎ 17 অক্টোবর ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলের জন্মদিন ছিল। তাই মহারথীর জন্ম দিবস উপলক্ষ্যে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর বেশ কিছু ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর এরপর থেকেই প্রধান কোচ নিয়ে বাড়তে থাকে জল্পনা। অনিলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ওই পোস্টে ওঠে কমেন্টের ঝড়।

নাইট ভক্তদের একটা বড় অংশ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনের পোস্টের কমেন্টে লিখেছেন, ‘আমাদের আগামীর কোচ।’ কেউ জানতে চাইছেন, ‘ইনিই কি KKR এর প্রধান হতে চলেছেন?’ কেউ কেউ তো আবার আত্মবিশ্বাসের সাথে বলে দিচ্ছেন, ‘অনিল কুম্বলেই হবেন KKR এর পরবর্তী কোচ।’

কলকাতা নাইট রাইডার্সের তরফে অনিলের জন্মদিনের পোস্টে নেট নাগরিকদের প্রধান কোচ নিয়ে জল্পনা কার্যত ভাবাচ্ছে ক্রিকেটপ্রেমী মানুষজনকে। অনেকেই ভাবছেন হয়তো চন্দ্রকান্ত পন্ডিতের পর অনিলকেই দল সামলানোর দায়িত্ব দিয়ে যেতে পারেন শাহরুখ খান এবং জুহি চাওলা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি KKR ম্যানেজমেন্টের তরফে।

KKR New Head Coach update

অবশ্যই পড়ুন: আফগানিস্তানে হামলা চালিয়েই ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন আসিম মুনির!

উল্লেখ্য, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ধুরন্ধর লেগ স্পিনার অনিল কুম্বলে অতীতে ভারতীয় পুরুষ দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়াও দীর্ঘসময়ের জন্য বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে যুক্ত ছিলেন অনিল। এখানেই শেষ নয়, একটা সময়ে আম্বানিদের দল মুম্বই ইন্ডিয়ান্সের একজন পরামর্শদাতা ছিলেন অনিল। বলে রাখি, নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দাপট দেখিয়ে 956টি উইকেট নিয়েছিলেন এই ভারতীয় কিংবদন্তি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join