পাহাড়সম কালো ধোঁয়া! ঢাকা বিমানবন্দরে বিধ্বংসী আগুন, মুহূর্তেই ভস্মীভূত কারগো এরিয়া

Published:

Dhaka Airport Fire
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ওপার বাংলার বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Dhaka Airport Fire)। শনিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে আগুন। এতে করে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি লেগে যায়। আগুন লাগায় তাৎক্ষণিকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়। তবে কোনও হতাহতের খবর মেলেনি।

কার্গো বিভাগেই লাগে আগুন

সংবাদমাধ্যম এএনআই এর রিপোর্ট অনুযায়ী, শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগে আগুন লাগে। এর পরেই বিমান চলাচল স্থগিত করা হয়। অগ্নিকাণ্ডের পর বিমানবন্দর থেকে কালো ধোঁয়ার কুন্ডলিও বেরোতে দেখা যায়। এমনকি তা কয়েক কিলোমিটার দূর থেকেও স্পষ্ট চোখে পড়ে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছ। তা দেখে মনে হচ্ছে আগুন বেশ ভয়াবহ আকার ধারণ করেছে।

সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী খবর, দুপুর ২:৩০ টার দিকে ৮ নম্বর গেটের কাছে আগুন লেগেছিল। এমনকি ফায়ার ব্রিগেড সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাথমিকভাবে নয়টি অগ্নি নির্বাপক ইউনিট মোতায়ন করা হয়েছিল এবং কিছুক্ষণ পর আরও ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। তবে পরে জানানো হয়, আগুন নেভানোর জন্য ২৮টি ইউনিট কাজ করেছে। এমনকি আরও সৈন্য পাঠানো হচ্ছে।

আরও পড়ুনঃ মাত্র ৩ মাসেই আয় ২.৮৩ লক্ষ কোটি টাকা! মহাবিস্ফোরণ আম্বানির রিলায়েন্সের

সবথেকে বড় ব্যাপার, এই অগ্নিকাণ্ডে কোনওরকম হতাহতের ঘটনা ঘটেনি। বিমান কর্মীরা নিরাপদেই রয়েছেন বলেই রিপোর্ট মারফৎ খবর। আর পরিস্থিতি স্পষ্ট হওয়ার পর তথ্য সরবরাহ করা হবে বলেই জানানো হয়েছে। এমনকি আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর জন্য চেষ্টা চালাচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে এ বিষয়ে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join