সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে মাথায় হাত পড়ল রেলযাত্রীদের। কারণ টিকিট সংক্রান্ত এবার রেলের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুণ এখন মানুষ ভাবতে বাধ্য হচ্ছেন আর কোথাও তাঁদের যাওয়া হবে কিনা এই উৎসবের সময়ে। আসলে দিওয়ালির ঠিক আগে বহু টিকিট কাউন্টার (Railway Ticket Counter) বন্ধ রাখার ঘোষণা করেছে রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নিশ্চয়ই ভাবছেন কোথায় কোথায় টিকিট কাউন্টার বন্ধ থাকবে? জানতে হলে চোখ রাখুন আর্টিকেলটির ওপর।
২০ অক্টোবর বন্ধ থাকবে বহু টিকিট কাউন্টার
উৎসবের মরশুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে, দিল্লি-এনসিআর রেলওয়ে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ছে। লোকেরা তাদের পরিবারের সাথে দীপাবলি এবং ছট উদযাপন করতে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। এই ক্রমবর্ধমান ভিড়ের পরিপ্রেক্ষিতে, উত্তর রেলওয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবরে কয়েক দিনের জন্য দিল্লির বহু স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ রাখা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্টেশনে শৃঙ্খলা বজায় রাখার জন্য রেলওয়ের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগের উৎসবগুলিতে স্টেশনে প্রচুর ভিড় এবং পদদলিত হয়েছিল। তাই, এবার রেলওয়ে আগাম প্রস্তুতি নিয়ে এই সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২০ অক্টোবর মূলত বন্ধ থাকবে টিকিট কাউন্টারগুলি। উত্তর রেলওয়ের মতে, দিওয়ালিতে দিল্লি অঞ্চলে রেলওয়ের যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (পিআরএস) পরিষেবা আংশিকভাবে চালু থাকবে। তবে, যাত্রীদের সুবিধার্থে কিছু রিজার্ভেশন কেন্দ্র খোলা থাকবে, অন্যগুলি সন্ধ্যায় বন্ধ হয়ে যাবে। উত্তর রেলওয়ের জারি করা সরকারি তথ্যে বলা হয়েছে যে আইআরসিএ ভবন, দিল্লি জংশন (পুরাতন দিল্লি রেলওয়ে স্টেশন) এবং হযরত নিজামুদ্দিন রিজার্ভেশন অফিস সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।
রইল সম্পূর্ণ তালিকা
যদিও দুপুর ২টোর পর সরোজিনী নগর, কীর্তি নগর, শাকুর বস্তি, দিল্লি শাহদারা, গাজিয়াবাদ, কারকারডুমা, ওখলা, নয়ডা, তুঘলকাবাদ, সবজি মান্ডি, আদর্শ নগর, লাজপত নগর, রোহিণী, এইমস, আইটিবি (আন্তর্জাতিক পর্যটন ব্যুরো)/আইআরসিএ রিজার্ভেশন সেন্টারের কাউন্টারগুলি বন্ধ থাকবে। এছাড়াও সংসদ ভবন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, রেলওয়ে বোর্ড, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রিজার্ভেশন কাউন্টারগুলি সারাদিন বন্ধ থাকবে।