সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুরের পর আবারও ভিন রাজ্যের কিশোরীকে ধর্ষণ। এবারের ঘটনা ওড়িশায় (Odisha Rape)। হ্যাঁ, বিজেপি শাসিত এই রাজ্যে এবার ঝাড়খণ্ডের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। জানা যায়, ঘটনাটি শুক্রবার রাতের। ওই নির্যাতিতা নিজেই হাসপাতালে পৌঁছয় এবং ডাক্তাররা তাঁর দেহের ক্ষত থেকে অনুমান করে যে, তাঁকে ধর্ষণ করা হয়েছে। এমনকি পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।
কীভাবে ঘটল এই ঘটনা?
জানা যাচ্ছে, ওই কিশোরী শুক্রবার রাতে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে ছিল। তারপর জ্ঞান ফিরলে নিজেই সে হাসপাতালে পৌঁছয়, এমনকি তাঁর শারীরিক পরীক্ষায় কথা বলে। সেখানে ডাক্তাররা তাঁকে দেখে প্রাথমিকভাবে অনুমান করে যে, তাঁকে ধর্ষণ করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ হাসপাতালে পৌঁছয়। তবে এখনও পর্যন্ত ওই নির্যাতিতার সঙ্গে কোনওরকম কথা বলা যায়নি বলেই রিপোর্ট মারফৎ খবর। তবে ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী খবর, ওই কিশোরী ঝাড়খণ্ডের বাসিন্দা। ওড়িশায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিপি জানিয়েছেন, ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে। 16 অক্টোবর রাত থেকেই রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ওই কিশোরী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে তদন্ত করে ইতিমধ্যেই অপরাধে জড়িত দু’জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আর নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য ঝাড়খন্ড সরকারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে বলেও খবর।
#WATCH | Bhubaneswar, Odisha: Jharkhand minor girl alleged rape case, DCP Bhubaneswar, Jagmohan Meena says, “… We received a complaint at the Capital Police Station regarding physical disrobing and sexual assault. Upon initiating an inquiry, we identified two women involved in… pic.twitter.com/sOPeZ5uWn4
— ANI (@ANI) October 18, 2025
আরও পড়ুনঃ বিয়ে করতে চলেছেন ক্রিকেটার স্মৃতি মান্ধানা, পাত্র কে? ইন্দোর ম্যাচের আগেই বড় ঘোষণা
দুর্গাপুরে ওড়িশার কিশোরীর গণধর্ষণ
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাংলার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে এক দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। আর ওই নির্যাতিতার বাড়ি ওড়িশায়। এমনকি ওই ঘটনায় নির্যাতিতার সহপাঠী সহ মোট ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মেডিকেল পড়ুয়া নিজেই পুলিশের কাছে বয়ান দিয়েছে। এমনকি ঘটনাস্থল থেকে কনডম সহ বেশ কিছু জিনিসও উদ্ধার হয়েছে, যা তদন্তে সাহায্য করতে পারে। পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছে। আর তিনি দাবি করেছেন, দোষীদেরকে খুঁজে বার করে যেন কড়া শাস্তি দেওয়া হয়। তবে এরই মধ্যে ওড়িশায় ঘটে গেল ফের এরকম ঘটনা। ইতোমধ্যে দু’জন গ্রেফতার হলেও এই ঘটনা নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে।