সহযোগিতা করেননি লাল-হলুদ কর্তারা, নিজের মুখে জয় ইস্টবেঙ্গল বলবেন না মেসি!

Published:

Updated:

Lionel Messi East Bengal Satadru Dutta Post goes viral
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিসেম্বরেই শহরে পা পড়বে বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির। তার আগেই শনিবার IFA শিল্ডের হাইভোল্টেজ ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে মোহনবাগান। আর ঠিক সেই আবহে লাল হলুদকে উদ্দেশ্য করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটি পোস্ট শেয়ার করেছেন লিওকে ভারতে আনার নেপথ্যে মূল মাথা, বাংলার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। সেখানেই নরম ভাষায় মেসির মুখ থেকে জয় ইস্টবেঙ্গল (Lionel Messi East Bengal) বলানোর বিষয়ে বড় মন্তব্য করেছেন তিনি।

জয় ইস্টবেঙ্গল বলবেন মেসি?

বহু আগে শোনা গিয়েছিল মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগ জিততে পারলে কলকাতায় আসবেন আর্জেন্টাইন ফুটবলার। শুধু তাই নয়, শহরে এসে নিজে মুখেই জয় মোহনবাগান বলবেন তিনি। এই প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ বাংলার ক্রীড়া সংগঠক শতদ্রু। তারপর থেকেই নাকি বহু ইস্টবেঙ্গল সমর্থকের মেসেজ পেয়েছেন তিনি। তাঁকে নাকি বলা হয়েছে, কেন মেসির মুখ থেকে জয় ইস্টবেঙ্গল বলানো হচ্ছেনা? এবার তা নিয়েই নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন শতদ্রু। ওই পোস্টে একেবারে নরম স্বরে গোটা বিষয়টি খোলসা করার পাশাপাশি লাল হলুদ ম্যানেজমেন্টকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মেসির ভারতে আসার কারিগর।

13 ঘন্টা আগে শতদ্রুর ফেসবুক হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে বঙ্গ ক্রীড়া সংগঠক লিখেছেন, ‘অনেক ইস্টবেঙ্গল সমর্থক আমাকে বলেছে কেন মেসিকে দিয়ে জয় ইস্টবেঙ্গল বলাচ্ছি না… আমি তো চেয়েছিলাম ইস্টবেঙ্গল নামটা যাতে ইউজ করতে পারি সেই জন্য ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালদের থেকে পারমিশন চেয়ে মেইল করেছিলাম। কিন্তু সেই পারমিশন আমাকে দেওয়া হয়নি। ক্লাব মেম্বারদের জন্য কিছু ডিসকাউন্ট অফার করব বলেও মেইল করেছিলাম, সেখানেও উত্তর পাইনি। তাই আমি আর বলতে পারছি না…’

এদিন শতদ্রু তার পোস্টে আরও লেখেন, ‘ইস্টবেঙ্গল একটা লেজেন্ডারি ক্লাব এবং সেই ক্লাবের সমর্থকদের প্রতি আমার সব সময় পূর্ণ শ্রদ্ধা থাকবে। যতদিন আমি যেই প্লেয়ার এনেছি.. সব সময় চেষ্টা করেছি, ইস্টবেঙ্গল ক্লাবকে আমার ক্ষমতা মতো সম্মান জানিয়েছি…’ বাংলার ক্রীড়া সংগঠকের এমন পোস্টের কমেন্ট বক্সে পড়েছে হাসির রোল। খুব সম্ভবত বেশ কয়েকজন বাগান সমর্থক লিখেছেন, ‘ইস্টবেঙ্গল আবার লেজেন্ডারি ক্লাব… মানতে পারছি না!’

Satadru Dutta
Satadru Dutta

অবশ্যই পড়ুন: বিয়ে করতে চলেছেন ক্রিকেটার স্মৃতি মান্ধানা, পাত্র কে? ইন্দোর ম্যাচের আগেই বড় ঘোষণা

উল্লেখ্য, 2011 সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। তার আগমনে ঝড় উঠেছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের হৃদয়ে। দীর্ঘ 14 বছর পেরিয়ে ফের পছন্দের দেশে পা রাখছেন আর্জেন্টাইন মহাতারকা। আপাতত যা খবর, আগামী 12 ডিসেম্বর রাত 10 টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তাঁর। পরেরদিন অর্থাৎ 13 ডিসেম্বর সকাল 9টায় একটি শুভেচ্ছা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে কলকাতায় মেসির সফরসূচি। এরপর তিলোত্তমায় নিজের মূর্তি উদ্বোধনের পাশাপাশি আরও একাধিক কর্মসূচি সেরে 14 তারিখ মুম্বই এবং 15 তারিখ দিল্লিতে কাটাবেন লিও। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করার কথা রয়েছে তাঁর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join