কেরালা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ আলিপুরদুয়ারের পরিযায়ী শ্রমিক! আতঙ্কে গোটা পরিবার

Published:

Alipurduar
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল কেরালায়। সেখান থেকেই বাড়ি ফেরার উদ্দেশ্যে গত রবিবার ট্রেনে উঠেছিলেন। তবে ছয়দিন কেটে গেলেও কোনও খোঁজ মেলেনি আলিপুরদুয়ারের (Alipurduar) পরিযায়ী শ্রমিক হামজালা ফেরদৌসের। এর জেরে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে তাঁর গোটা পরিবার। এমনকি পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ সে তাঁর বাবার সঙ্গে কথা বলে, আর কিছুক্ষণ পর অর্থাৎ রাত আটটা নাগাদ ফোনে স্ত্রীর সঙ্গে কথা হয়। তারপর থেকেই ফোন অফ এবং তাঁর কোনও খোঁজ নেই।

হঠাৎ করেই ট্রেন থেকে নিখোঁজ যুবক

স্থানীয় সূত্র অনুযায়ী খবর, দেড় মাস আগে কেরালার কল্লমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক। গত রবিবার বাড়ি ফেরার উদ্দেশ্যেই সে ট্রেনে উঠেছিল। সোমবার রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয়। সেখান থেকেই ফোন বন্ধ। ছয়দিন কেটে যাওয়ার পরেও কোনও খোঁজ মেলেনি। জানা যায়, ওই যুবকের বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ময়নাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লচমনডাবরির গ্রামে। তাঁর নাম হামজালা ফিরদৌস এবং বয়স ৩০।

জানা যাচ্ছে, মঙ্গলবার রাত বা বুধবার সকাল নাগাদই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। তবে দিন গড়িয়ে গেলেও তাঁর কোনও খোঁজ মেলেনি। আর এই ঘটনার জেরে ফালাকাটা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। এমনকি পুলিশ তদন্ত শুরু করেছে। সবথেকে বড় ব্যাপার, তাঁর স্ত্রী আনোয়ারা খাতুন বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি জানিয়েছেন, বুধবার ভোর চারটের সময় তাঁর ট্রেন থেকে নামার কথা ছিল। আর পাঁচটার মধ্যেই বাড়ি ফিরত। তবে এখনও পর্যন্ত ফেরেনি। আর ফোনেও কোনও যোগাযোগ করা যায়নি। খুবই চিন্তায় রয়েছি। সবার কাছে অনুরোধ করছি, যাতে আমার স্বামীকে খুব দ্রুত খুঁজে পাওয়া যায়, তার ব্যবস্থা করার জন্য।

আরও পড়ুনঃ ‘নো কিংস’ স্লোগানে কাঁপছে আমেরিকা! ট্রাম্পের বিরুদ্ধে পথে নামল লক্ষ লক্ষ আমেরিকান

এদিকে তাঁর মা নিলফুল নেহার জানিয়েছেন, আমার ছেলেকে শুধু একবার ফিরে পেতে চাই। যদি ওকে দেখে থাকেন, তাহলে দয়া করে যোগাযোগ করুন। পাশাপাশি তাঁর একাব্বর আলী জানিয়েছেন, ছেলের সঙ্গে সন্ধ্যা ৬:৫২ মিনিটে আমার শেষবার কথা হয়েছে। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ। বুধবার মাথাভাঙ্গা স্টেশনে বা কোচবিহারে তাঁর নামার কথা ছিল। তবে কোনও খোঁজ নেই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join