সহেলি মিত্র, কলকাতা: দিওয়ালির আগে ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA) ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার। এরপর থেকে একের পর এক রাজ্য সরকার নিজেদের কর্মীদের জন্য DA বাড়িয়েই চলেছে। এবার সেই তালিকায় যোগ হল আরো একটি রাজ্যের নাম। জানা গিয়েছে, এবার আসাম সরকারি কর্মীদের তিন শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছে। সেই সঙ্গে তিন মাসের টাকাও সকলকে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
৩% DA বৃদ্ধির ঘোষণা করল আসাম
সম্প্রতি গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম, বিহার, ত্রিপুরা, কর্ণাটক এবং রাজস্থানের ডিএ বৃদ্ধি করেছে। যদিও এই বিষয়ে কপাল খোলেনি বাংলার সরকারি কর্মীদের। যাইহোক, এখন আসামের হিমন্ত বিশ্ব সরকারও তার ৭.৩৮ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা এবং ত্রাণ ৩% বৃদ্ধি করে উপহার দিয়েছে।
মিলবে ৩ মাসের বকেয়াও
এই বৃদ্ধির ফলে এখন মহার্ঘ্য ভাতা ৫৫% থেকে ৫৮% বৃদ্ধি পেয়েছে। নতুন হার ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া বেতনও দেওয়া হবে কর্মীদের। বর্ধিত মহার্ঘ্য ভাতার সুবিধা অক্টোবরের বেতনের সাথে নভেম্বরে দেওয়া হবে। সরকারের সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে খুশির হাওয়া বইছে।
উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ/ডিআরের হার ৫৩% থেকে বাড়িয়ে ৫৫% করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই হারগুলি ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর করা হয়েছিল। এর ফলে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বকেয়া দুটি কিস্তিতে দেওয়া হয়েছিল। এর মধ্যে, প্রথম কিস্তি মে মাসের বেতনের সাথে এবং দ্বিতীয়টি জুন মাসের বেতনের সাথে দেওয়া হয়েছিল। বর্ধিত ডিএর সুবিধা এপ্রিল মাসের বেতনে দেওয়া হয়েছিল।
বাংলায় কবে DA বাড়বে?
উল্লেখ্য, বাংলার সরকারি কর্মীদের DA বাড়ার শুভ সংকেত এখনই দেখা যাচ্ছে না। কারণ DA মামলা চলছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে এই মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দানের তারিখ ঘোষণা হয়নি। আশা করা হচ্ছে যে, অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে এই মামলার রায় বেরোতে পারে।