সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই গ্রাহকদের কম দামে উন্নত সুবিধা দিয়ে থাকে সরকারি টেলিকম সংস্থা BSNL। আরে এবারও তার ব্যতিক্রম হল না। দীপাবলি উপলক্ষে দারুণ এক অফার নিয়ে হাজির হয়েছে তারা। হ্যাঁ, এর মধ্যে রয়েছে প্রবীণ নাবিকদের জন্য বিশেষ একটি অফার। জানা যাচ্ছে, মাত্র বা 1812 টাকাতেই প্রতিদিন 2GB করে ডেটা, এক বছরের জন্য বিনামূল্যে লাইভ টিভি, এমনকি আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।
BSNL-র 1 টাকায় দিওয়ালি প্ল্যান
প্রথমত, BSNL নতুন গ্রাহকদের জন্য মাত্র 1 টাকায় একটি দেওয়ালি 4G প্ল্যান চালু করেছে। আর এই প্ল্যানের মাধ্যমে নতুন ব্যবহারকারীরা এক মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল পরিষেবা পাবে। এমনকি নতুন একটি করে BSNL সিম পাবে, যেখানে প্রতিদিন 2GB করে হাই স্পিড 4G ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি করে SMS এর সুবিধা পাওয়া যাবে। আর এই অফারটি শুধুমাত্র 15 নভেম্বর পর্যন্তই থাকবে।
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়
BSNL এবার 60 বছর বয়সী গ্রাহকদের জন্য একটি সিনিয়র সিটিজেন প্ল্যান চালু করেছে। আর এই প্ল্যানের দাম মাত্র 1812 টাকা। এই প্ল্যান এক বছরের জন্য বৈধ। এখানে প্রতিদিন 2GB করে 4G ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা, 100টি করে SMS এর সুবিধা এবং একটি বিনামূল্য সিম কার্ড দেওয়া হবে। সবথেকে বড় ব্যাপার, ছয় মাসের জন্য BiTV প্রিমিয়াম সাবস্ক্রিপশন মিলবে এই প্ল্যানে। আর এই প্ল্যানটি মূলত বয়স্ক নাগরিকদের জন্যই সেরা। যারা বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন এবং দীর্ঘদিন ধরে রিচার্জ না করে মোবাইল পরিষেবা উপভোগ করতে চান, তাদের জন্য সোনায় সোহাগা।
দিওয়ালি লাকি ড্র অফার
এদিকে BSNL দীপাবলি উপলক্ষে একটি বিশেষ লাকি ড্র অফারও চালু করেছে। এর মাধ্যমে আপনি যদি তাদের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে 100 টাকা কিংবা তার বেশি রিচার্জ করেন, তাহলে আপনাকে একটি লাকি ড্র’র সুযোগ দেওয়া হবে। আর সেক্ষেত্রে প্রতিদিন 10 জন লাকি গ্রাহক 10 গ্রামের একটি করে রুপোর মুদ্রা জেতার সুযোগ পাবে।
আরও পড়ুনঃ ওড়িশায় ধর্ষণের শিকার ভিনরাজ্যের তরুণী, ক্ষতবিক্ষত শরীরে নিজেই যান হাসপাতালে
পাশাপাশি BSNL কর্পোরেট গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার চালু করেছে। যদি কোনও কোম্পানি কমপক্ষে দশটি করে নতুন পোস্টপেইড BSNL সিম কেনে এবং একটি BSNL এয়ার ফাইবার সংযোগ নেয়, তাহলে প্রথম মাসের বিলিং-এ 10% ছাড় দেওয়া হবে। আর এই অফারটি মূলত সেই সমস্ত ব্যবসায়ীদের জন্য উপকারে আসবে, যারা BSNL এর নির্ভরযোগ্য পরিষেবা পেতে চান। এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই সমস্ত অফার 18 নভেম্বর পর্যন্তই বৈধ।