১ কোটি নয়, SIR হলে বাদ যাবে ২ কোটি ৪০ লাখ নাম! দেশের মুসলিমদের আশ্বস্ত করে বললেন শুভেন্দু

Published:

Suvendu Adhikari On SIR he said 2 Crore 40 lakh name will be removed after Sir
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে ক্রমশ জল ঘোলা হচ্ছে বঙ্গে। এরই মাঝে বারবার SIR নিয়ে নানান মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari On SIR)। প্রথম থেকেই তাঁর বক্তব্য ছিল, SIR হলে বাদ পড়বে 1 কোটি নাম। সম্প্রতি পুড়শুড়ায় বিজেপির জেলা সাংগঠনিক কমিটির বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে দাঁড়িয়ে সেই সংখ্যাটা দ্বিগুণ করে দিলেন শুভেন্দু। তাঁর কথায়, ‘2 কোটি 40 লক্ষ নাম লিঙ্ক করা হয়নি। SIR হলে এরা সবাই বাদ যাবেন।’

ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে শুভেন্দু অধিকারী

TV 9 এর রিপোর্ট অনুযায়ী, প্রথম থেকেই শুভেন্দু অধিকারী দাবি করে আসছিলেন রাজ্যে SIR হলে অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের নামই বাদ পড়বে। সেক্ষেত্রে তিনি এও বলে দিয়েছিলেন, সংখ্যাটা 1 কোটির কাছাকাছি হতে পারে। শুভেন্দু অধিকারীর কথায়, ‘SIR যদি সঠিকভাবে হয় সেক্ষেত্রে গত 10 থেকে 12 বছরে যেভাবে বাংলাদেশ থেকে মুসলমান ঢুকেছে তাতে 1 কোটি বা তার বেশি নাম বাদ যেতে পারে। তবে সম্প্রতি পুড়শুড়ায় দাঁড়িয়ে শুভেন্দুর বক্তব্যে সেই সংখ্যা বেড়ে হয়ে গেল দ্বিগুণেরও বেশি।

সম্প্রতি পুড়শুড়ায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, ‘যারা বাদ পড়বেন তারা প্রত্যেকেই অনুপ্রবেশকারী। ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কারণ নেই। কাগজ দেখাতে পারলেই থাকবেন। যারা অবৈধভাবে ঢুকেছে তাদেরই ভয় পাওয়া উচিত।’ বিজেপি নেতার বক্তব্য, ‘এই অনুপ্রবেশকারীরা গোটা মানচিত্রটাই বদলে দিয়েছে। এখনও পর্যন্ত 2 কোটি 40 লক্ষ নাম লিঙ্ক করা হয়নি। এরা প্রত্যেকেই বাদ পড়বেন।’

এদিন শুভেন্দু অধিকারী এও বলেন, ‘SIR আসলে আসন্ন নির্বাচনের সেমিফাইনাল, আর এখান থেকেই প্রকৃত ভোটার ও অনুপ্রবেশকারীদের মধ্যে ফায়সালা হয়ে যাবে।’ সূত্রের খবর, 2026 বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই রাজ্যে পরিদর্শনে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ দল। শোনা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে, বাঁকুড়া, ঝারগ্রাম এমনকি কোলাঘাট প্রশাসনের সঙ্গে বৈঠকের পর SIR নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এহেন আবহে, বিরোধী দলনেতা শুভেন্দুর নতুন পরিসংখ্যান চমকে দেওয়ার মতোই।

অবশ্যই পড়ুন: ‘ভুল আমার, ইস্টবেঙ্গলকে দশটা ট্রফি জিতিয়ে পুষিয়ে দেব’, ক্ষমা চেয়ে বড় প্রতিশ্রুতি জয় গুপ্তার

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর নতুন পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী অবশ্য কটাক্ষ করে বলেছেন, ‘আসলে বিজেপি 2 কোটি ভোট কম পেয়েছিল। ওরা যে ভোট পায়নি সেই ভোটারদেরই আগে বাদ দিয়ে দেবে। বাংলায় বিজেপির আর কোনও অস্তিত্ব থাকবে না।’ তৃণমূল মুখপাত্র বিশেষত শুভেন্দুর বক্তব্যকে নিশানা করে বলেন, ‘একবার বলল 1 কোটি নাম বাদ চলে যাবে। পরে বলল 1 কোটি 20 লক্ষ বাদ যাবে। আবার বলছে 2 কোটি 25 লক্ষ বা তার বেশি নাম বাদ যাবে! এগুলো কি সুস্থতার লক্ষণ?’ শুভেন্দুর নতুন বক্তব্য ঘিরে উঠে আসছে আরও একাধিক মিশ্র প্রতিক্রিয়া।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join