হবে ৮ লক্ষ কর্মসংস্থান, ভারতের প্রথম AI চালিত রাজ্য হওয়ার পথে কেরালা

Published:

Kerala
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন AI-র ব্যবহার লাগামছাড়া বাড়ছে। তবে আপনি কি কখনও কল্পনা করেছেন যে, গোটা একটি শহরকে AI চালাবে, অর্থাৎ AI চালিত শহর তৈরি হবে? অবাক হলেও একেবারে সত্যি। কারণ, ভারতের কেরালা (Kerala) শহর এবার সেই দিকেই চালিত হচ্ছে। শনিবার শিল্পমন্ত্রী পি. রাজিব ইনফোপার্ক ফেজ 3-র পরিকল্পনা উন্মোচন করেছেন। আর সেখানেই ভারতের প্রথম AI নিয়ন্ত্রিত শহর হিসেবে কেরালার নাম উঠে এসেছে।

উদ্বোধন হয়েছে ইনফোপার্ক ফেজ-3

উল্লেখ্য, ইনফোপার্ক পার্ক ফেজ-3 হিসাবে এমন শহর গড়ে তোলা হচ্ছে, যেখানে সমস্ত প্রয়োজনীয় পরিষেবা বা কাজকর্ম AI-র মাধ্যমে পরিচালিত হবে। মন্ত্রী বলেছেন, এটি একটি সম্পূর্ণ AI চালিত শহর হবে। আর এখানে AI-র সাহায্যে স্মার্ট সুবিধা বা অবকাঠামগত উন্নয়ন করা হবে। পাশাপাশি এই শহরে সিটি ব্রেন নামের একটি বিশেষ ব্যবস্থা থাকবে, যেটি হবে শহরের কেন্দ্রস্থল। আর এটি মূলত সেন্সর বা ক্যামেরা থেকে তথ্য সংগ্রহ করবে আর শহরকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করবে। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা আরও উন্নত হবে।

কী কী সুবিধা থাকবে AI চালিত শহরে?

নবভারত টিভির রিপোর্ট অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এটি হবে ভারতের প্রথম AI নিয়ন্ত্রিত শহর। আর এখানে বিশ্বমানের সব প্রযুক্তি যুক্ত করা হবে। তবে হ্যাঁ, এটি সাধারণ আইটি পার্ক থেকে সম্পূর্ণই আলাদা হবে। কারণ, আইটির সুবিধার পাশাপাশি আবাসিক বা ব্যবসায়িক এলাকা যুক্ত থাকবে কেরালায়। আর সমস্ত কার্যক্রমই AI দ্বারা পরিচালিত হবে। পাশাপাশি বাড়ি, স্কুল, হাসপাতাল বা পার্কিংয়ের মতো সুবিধাও থাকবে, যেগুলি সম্পূর্ণ AI দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম সমস্ত পরিষেবা নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে সমস্যাও দ্রুত শনাক্ত হবে।

তৈরি হবে কর্মসংস্থানও

এদিকে এই প্রকল্পের মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলোকে কেরালার প্রতি আরও আকৃষ্ট করে তোলা। জানা যাচ্ছে, অনেক বড় কোম্পানি শহরে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করতে পারবে। যার জন্য কর্মসংস্থানের হার অনেকটাই বাড়বে। যেমনটা খবর, এই প্রকল্পে প্রায় 25 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর ফলে প্রত্যক্ষভাবে 2 লক্ষ এবং পরোক্ষভাবে আরও 6 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। আর এটি কেরালা থেকে শুরু করে সমগ্র ভারতের অর্থনীতির জন্য ইতিবাচক পদক্ষেপ।

আরও পড়ুনঃ ১ কোটি নয়, SIR হলে বাদ যাবে ২ কোটি ৪০ লাখ নাম! দেশের মুসলিমদের আশ্বস্ত করে বললেন শুভেন্দু

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই শহরটি যেহেতু AI দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাই কোনওরকম পরিবেশ দূষণ হবে না। অর্থাৎ, পরিবেশবান্ধব ও কার্বন নেতিবাচক শহর হিসাবে গড়ে উঠবে কেরালা। পাশাপাশি পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির জল সংগ্রহ বা জল পুনঃব্যবহার ব্যবস্থাপনাও AI দ্বারা পরিচালিত হবে। এমনকি উন্নত নজরদারির জন্য ক্যামেরা বসানো হবে। আর এই AI প্রযুক্তি দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা করতেও সাহায্য করবে। ফলত, ভবিষ্যতে ভারতের জন্য যে কেরালা নয়া দিগন্ত হিসেবে ধরা দেবে, তা বলাবাহুল্য।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join