সহেলি মিত্র, কলকাতাঃ আজ কালীপুজো। আলোর রোশানাইয়ে আগে থেকেই সেজে উঠেছে চারিদিক। এদিকে যত সময় এগোচ্ছে ততই বদল ঘটছে বাংলার আবহাওয়ার (Weather Today)। কখনও গরম তো কখনও আবার ঠাণ্ডা, এই দুই মিলিয়েই চলছে আবহাওয়ার খেলা। এদিকে আজ সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। আকাশের মতিগতি দেখে মনেও হচ্ছে বৃষ্টি নামতে পারে। আজ ভোরের দিকে শীতল আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই সেই ঠাণ্ডা ভাব নেই। অপরদিকে আজ আবার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আপনিও কি আজ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন বা বাজি পোড়ানোর প্ল্যান করছেন? তাহলে চলুন জেনে নেবেন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে একই সময়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও কলকাতায় আংশিক বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও হাওড়া, হুগলি, বর্ধমান এবং নদীয়া সহ অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। জানা গিয়েছে, আজ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং দিনাজপুর সহ উত্তরের বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক। হাওয়া অফিসের মতে, কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও, পশ্চিমবঙ্গের জন্য কোনও আবহাওয়ার সতর্কতা জারি করা হয়নি। আইএমডি জানিয়েছে যে সমুদ্রের পরিস্থিতি শান্ত থাকায় মৎস্যজীবীরা স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারেন। উত্তরবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে। এদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে একই সময়ে হালকা বৃষ্টি হতে পারে।