ইংল্যান্ডের কাছে হার, তাও এই অঙ্কে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা হবে ভারতের

Published:

ICC Womens World Cup India can reach semifinal see the equation
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মহিলা বিশ্বকাপে (ICC Womens World Cup) খুব একটা ভাল ছন্দে নেই ভারতীয় দল। প্রথমে দক্ষিণ আফ্রিকা, পরে অস্ট্রেলিয়া এবং সবশেষে ইংল্যান্ডের কাছে হারের পর সেমিফাইনালে যোগ্যতা অর্জন করা নিয়ে মাথায় হাত পড়েছে হরমনপ্রীত কৌরদের। গতকাল ইন্দোরের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে মাত্র 4 রানে হেরেছে ভারতীয় নারী দল। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে এবার কি তাহলে সেমিফাইনালে জায়গা করতে পারবে ভারত? রইল সেই সমীকরণ।

ইংল্যান্ডের কাছে হারের পর আদৌ কি সেমিফাইনালে উঠতে পারবে ভারত?

এই মুহূর্তে চলতি মহিলা বিশ্বকাপের 5 ম্যাচের দুটিতে জয় এবং তিন ম্যাচে পরাজয় নিয়ে 4 পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় নারী দল। অন্যদিকে বিগত 5 ম্যাচের মাত্র একটিতে জিতে 4 পয়েন্টে ভারতের ঠিক নিচেই রয়েছে নিউজিল্যান্ড। এমতাবস্থায়, ভারতীয় দলকে সেমিফাইনালে জায়গা করতে হলে আসন্ন দুই ম্যাচ অর্থাৎ নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে দুই মহারণের দুটিতেই জিততে হবে। হিসেব বলছে, আসন্ন এই দুই ম্যাচের দুটিতে জিততে পারলেই মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার।

দুই ম্যাচের একটিতে হেরে গেলেও কি সেমিফাইনালে জায়গা করতে পারবে ভারত?

ভারতের সামনে এই মুহূর্তে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। তবে প্রশ্ন হচ্ছে, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই দুই দলের মধ্যে যদি একটি দলের কাছেও টিম ইন্ডিয়া হেরে যায়, সে ক্ষেত্রে কোন উপায়ে সেমিফাইনালে জায়গা করবেন হরমনরা? সেই সূত্রে বলি, ভারত যদি আগামী দুই ম্যাচের একটিতেও হেরে যায় সেক্ষেত্রে তাদের নির্ভর করতে হবে নিউজিল্যান্ডের পরাজয়ের উপর। তবে শুধু এতেই হবে না, আসন্ন দুই ম্যাচের যেকোনও একটিতে বড় ব্যবধানে জিততে হবে টিম ইন্ডিয়াকে। তবেই বিশ্বকাপের সেমিফাইনালের আসন পাকা হতে পারে ভারতীয় নারী বাহিনীর।

অবশ্যই পড়ুন: সহকারিদের পরামর্শ শুনে ভুল সিদ্ধান্ত! ইস্টবেঙ্গল কোচের বক্তব্যে ফাটলের ইঙ্গিত

উল্লেখ্য, রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ভারতকে 289 রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রতিকা রাওয়াল আউট হলেও শুরুটা মোটামুটি ভালই হয়েছিল টিম ইন্ডিয়ার। ভারতীয় নারী বাহিনীর ম্যাচ দেখে মনে হচ্ছিল হয়তো ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য সহজেই পূরণ করে ফেলবেন তারা। তবে নির্ধারিত সময়ের মধ্যে তেমনটা হয়নি। এদিন ভারতীয় দল 284 রান করার পরই শেষ হয়ে যায় ওভার। কাজেই 4 উইকেট হাতে থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে না পারায় হারতে হয়েছিল হরমন সেনাকে। বলা বাহুল্য, এদিন ভারতের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেছিলেন স্মৃতি মান্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত। এই দুই মহিলা ব্যাটারের ব্যাট থেকে যথাক্রমে 88 এবং 70 রানের ইনিংস উপহার পেয়েছিল ভারত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join