ট্রেনে সিট না পেয়ে বোমার হুমকি! যোগী রাজ্যে গ্রেপ্তার দুই ভাই

Published:

Bomb Attack
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভিড় ট্রেনের ভিতরেই বোমাতঙ্ক (Bomb Threat)। গ্রেপ্তার হল যোগী রাজ্যের দুই ভাই। আসলে ট্রেনের সিট না পাওয়াতে মেজাজ বিগড়ে যাওয়ায় দুই ভাই এই কাণ্ড ঘটিয়েছে। মূলত জেনারেল কোচে তারা জায়গা পাননি। সিট নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে তুমুল ঝামেলার পরই তাদের মাথায় আসে এই উদ্ভট প্ল্যান। ট্রেনের মধ্যেই বোমা আছে, এরকমই গুজব ছড়িয়ে দেয় ওই দুই যুবক। আর বোমার কথা শুনেই কিছু লোক ট্রেন থেকে নেমে যাওয়াতে বিপাকে পড়েন তারা।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের ঘাতামপুরের বাসিন্দা দীপক চৌহান নামের এক যুবক যিনি লুধিয়ানায় মেকানিকের কাজ করেন, আর তার ভাই অঙ্কিত চৌহান যিনি নয়ডার কারখানায় কাজ করেন, তারা আম্রপালি এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। মূলত অমৃতসর থেকে বিহারের কাটিহার যাই ওই ট্রেনটি। বৃহস্পতিবার রাতে তারা ট্রেনে উঠেছিল। তবে ট্রেনে চড়ে দুই ভাইয়ের কেউই জেনারেল বগিতে সিট পাননি। মোটামুটি 4 ঘন্টা পর ট্রেনটি যখন উত্তরপ্রদেশের এটাহ্‌ স্টেশনে পৌঁছেছিল, তখনই সহযাত্রীদের মধ্যে তাদের চরম বচসা বাঁধে।

তবে এরপরই দীপক ও অঙ্কিত ঠিক করে নেয় যে, পুলিশের কন্ট্রোলরুমে ফোন করে জানাবে যে ট্রেনের ভিতরে বোমা রয়েছে। আর এতে ট্রেনটি ফাঁকা হয়ে যাবে। কারণ, তখন ভয়তে কিছু যাত্রী নেমে পড়বে আর তারা সেই সিট দখল করে নেবে। আর সেই ভেবেই ট্রেনে বোমা থাকার খবর পুলিশকে জানিয়ে দেয় উত্তরপ্রদেশের ওই দুই যুবক।
উল্টে আটক হল তারাই

এদিকে ট্রেনে বোমার খবর পাওয়া মাত্রই রেল পুলিশের একটি দল খোঁজাখুঁজি করতে শুরু করে। দমকল বাহিনী এবং বোম্ব স্কোয়াডও সেখানে হাজির হয়। কানপুর সেন্ট্রাল স্টেশনে গোটা টিম পৌছলে ট্রেনটিকে থামানো হয়। এমনকি সমস্ত যাত্রীদের মধ্যেও এ কথা বলা হয়। মোটামুটি 40 মিনিট ধরে বগিটিকে তল্লাশি করা হয়। সন্দেহজনক কিছু খুঁজে না পাওয়ার পর ফের ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ PWD-র জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে

তবে পুলিশ দেখে ফোন বন্ধ করে দেয় দীপক এবং অঙ্কিত। আর ভয় পেয়েই ট্রেনে না চড়ার সিদ্ধান্ত নেয় তারা। এমনকি কানপুরে লুকিয়ে থাকবে বলেও ঠিক করে ওই দুই ভাই। তবে পুলিশ তদন্ত শুরু করে। যে ফোন থেকে তাদের কল এসেছিল, সেটিকে খোঁজার জন্য তল্লাশি চালানো হয়। তবে ফোন বন্ধ থাকায় তাদের খুজে পাওয়া যায়নি। কিন্তু শুক্রবার সকালে ফোন চালু হতেই পুলিশ তাদের খুঁজে পেয়ে যায় এবং আটক করে। তবে হ্যাঁ, পুলিশের জেরায় নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দোষ স্বীকার করে ওই দুই ভাই। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join