প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র বাকি আর কয়েকটা মাস, এরপরেই আসতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচনী উৎসব। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি। এমতাবস্থায় নানা রাজনৈতিক কারণ নিয়ে রাজ্যের শাসক দলের বিরোধিতায় বারংবার সরব হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেক্ষেত্রে বিরোধীরাও মাঝেই শাসক দলের সময়সীমা প্রসঙ্গে ডেডলাইন দিয়ে থাকেন। অন্যদিকে মাঝে মাঝেই শাসক দলের অন্দরে আদি নব্য দ্বন্দ্বের কথা প্রকাশ্যে ওঠে। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থায়িত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh), যা নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম।
ভবিষ্যদ্বাণী কুণালের
,দীপাবলির সকালে তৃণমূলের রাজ্য সম্পাদক, মুখপাত্র কুণাল ঘোষ এক পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন যে, “জনভিত্তিহীন নাটকবাজ বিরোধীপক্ষ এবং ঈর্ষাকাতর, অবসাদগ্রস্ত, হতাশ কিছু কুৎসাকারীকে এক নাগরিক হিসেবে বলে রাখি- জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই। ওই সময়টার আগে পরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু। (এর মধ্যে ২০২৯-এ যদি মমতাদি প্রধানমন্ত্রী হন, তাহলে আলাদা কথা) বিরোধীরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেই থাকুন। তৃণমূল নবান্নে সুন্দর, বিরোধীরা ফেসবুকে।” আর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে উপচে পড়ে নানাবিধ মন্তব্য।
জনভিত্তিহীন নাটকবাজ বিরোধীপক্ষ এবং ঈর্ষাকাতর, অবসাদগ্রস্ত, হতাশ কিছু কুৎসাকারীকে এক নাগরিক হিসেবে বলে রাখি-
জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই। ওই সময়টার আগেপরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 20, 2025
বাম বিজেপি কংগ্রেসকে তুলোধনা কুণালের
২০২৬ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার এই বিষয়টি নিয়ে এর আগেও কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “ ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। অর্থাৎ তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলে মেয়ে তৈরি করুন।” এমনকি সেই সময় বিজেপিকে নিয়েও কটাক্ষ করেছিলেন। টার্গেট করেছিলেন দলবদলুদের। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়জয়কার করতে সরাসরি বাম বিজেপি কংগ্রেসকে তুলোধোনা করলেন তিনি।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীর পাশাপাশি কড়া পর্ষদের নিয়ম জারি ডিআই-এসআইদেরও জন্য
এদিকে রাজ্যে বেড়ে চলা ধর্ষণ, বেকারত্ব, সরকারি কর্মীদের দূরবস্থা সহ একাধিক ইস্যুকে সামনে রেখে আশায় বুক বাঁধছে বাম-কংগ্রেস। সেইসঙ্গে পদ্ম-শিবিরের বিরুদ্ধে ‘ধর্মীয় রাজনীতি’-নিয়ে চড়ানো হচ্ছে সুর। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ২৬ এর নির্বাচনী হাওয়া কোন দিকে হইবে তাই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তবে কুনাল ঘোষের এই রাজনৈতিক পোস্টের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি বাম বিজেপি।