দীপাবলির রাতে অবশ্যই বাড়ির এই পাঁচ স্থানে প্রদীপ জ্বালান! অভাব হবে না সুখ-শান্তির

Published:

Diwali 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীপাবলি (Diwali 2025) মানেই আলোর উৎসব। প্রত্যেকেই আজ সারা বাড়িতে প্রদীপ, মোমবাতি প্রজ্বলন করবে। মনে করা হয়, এই দিনটিতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলে ঘরে সুখ শান্তি ফিরে আসে। এমনকি এদিন ১৪ বছর পর ভগবান রাম, সীতা লক্ষণকে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। তবে বিশ্বাস করা হয় যে, এই দীপাবলির রাতে যদি বাড়ির নির্দিষ্ট পাঁচটি স্থানে প্রদীপ জ্বালান, তাহলে ধন-সম্পদ আর সমৃদ্ধির কোনওদিন অভাব হয় না। হ্যাঁ, এই স্থানগুলোতে প্রদীপ জ্বালালে দেবী লক্ষী নিজেই আশীর্বাদস্বরূপ পরিবারে ধরা দেয় আর পূর্বপুরুষদের কৃপা লাভ হয়। চলুন জেনে নেওয়া যাক, দীপাবলির দিন কোন কোন স্থানে প্রদীপ জ্বালাবেন।

এই পাঁচ স্থানে প্রদীপ জ্বালাতে মোটেও ভুলবেন না

১) প্রথমত, দীপাবলীর রাতে দেবী লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘি এর প্রদীপ জ্বালান। আর এতে পর্যাপ্ত পরিমাণে ঘি ঢেলে দিন, যাতে সারা রাত ধরেই জ্বলে। যদি ঘি ফুরিয়ে যায়, তাহলে আবারও ঘি দেওয়ার চেষ্টা করুন।

২) দীপাবলীর এই পবিত্র দিনে আপনার বাড়ির কাছের কোনও মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। এটি করলেও পূর্ণ লাভ হয় বলে মানা হয়। এমনকি এই প্রদীপগুলি দেব-দেবীদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। আর এদিন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়েও প্রদীপ জ্বালাতে পারেন।

৩) বিশ্বাস করা হয় যে, পিপল গাছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিন দেবতা বাস করে। তাই এই দীপাবলীর রাতে পিপল গাছের নীচে প্রদীপ জ্বালান। এটি করলে তিন দেবতারই আশীর্বাদ আসে, এমনকি পূর্বপুরুষদের কৃপা লাভ হয়।

৪) সম্ভব হলে দীপাবলির রাতের পবিত্র নদী কিংবা পুকুরের পাড়ে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। আর এই প্রদীপটি মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এটি করলেও জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীর পাশাপাশি কড়া পর্ষদের নিয়ম জারি ডিআই-এসআইদেরও জন্য

৫) দীপাবলির রাতে বাড়ির কাছের কোনও নির্জন স্থানে বা অন্ধকার স্থানে প্রদীপ জ্বালাতে মোটেও ভুলবেন না। মূলত এটিকে যমদ্বীপ বলা হয়। এটি করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়, এমনকি তাদের আশীর্বাদ বংশধরদের উপর পড়ে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join