“৪ নভেম্বরের পর প্রকাশ্যে আনব একটা ভিডিয়ো!” বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Published:

Suvendu Adhikari
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই উত্তরবঙ্গে ত্রাণ বিলিল করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। যা নিয়ে রাজনৈতিক অন্দরে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কালী পুজোর উদ্বোধন করতে গিয়ে রায়দিঘি ও পাথরপ্রতিমা যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কোনরকমে সেই বাঁধা অতিক্রম করে পাথরপ্রতিমার সভায় পৌঁছালে তিনি শাসকদলের বিরুদ্ধে ভরা মঞ্চে ক্ষোভ প্রকাশ করেন।

অনুপ্রবেশকারী মুসলিমদের নিয়ে রাগ প্রকাশ শুভেন্দুর

এদিন বক্তৃতার মাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা দক্ষিণ ২৪ পরগনার মূল নিবাসী তাদের সংখ্যা কমছে। তার মূল কারণ হল অন্যরা দখল করে নিয়েছে। আমার ভারতীয় মুসলমানদের নিয়ে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী। তাঁরা ভারতীয় নয়। আপনারা যাঁরা ভারতকে ভালবাসেন আমি জানি তাঁরাও চান অভারতীয়রা টাটা বাইবাই হয়ে যাক।” এখানেই শেষ নয়, এদিন তিনি আরও বলেন যে, “এখানে গণতন্ত্র নেই। ভোট কাকে দেবেন আপনার ব্যাপার। কালীমাতার মঞ্চে আমি বলব না আমাদের দিন কিন্তু মনে রাখবেন আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি। ইভিএম-এ সেলোটেপ। আমার কাছে কয়েকশো ভিডিয়ো আছে। ক্যামেরা বন্ধ ছিল। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ৪ নভেম্বরের পর দেখিয়ে দেব প্রমাণ সহ।”

রাষ্ট্রপতি শাসনের দাবি কয়েকাংশের

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার সভা থেকে শুভেন্দু অধিকারী এদিন শাসকদল তৃণমূল কংগ্রেসকে রীতিমত তুলোধোনা করেছেন। জনসমক্ষে তিনি বলেন, “ আমি রায়দিঘিতে গেছি ২০০০ হাজার লোক ছিল। আমায় অনেকে প্রশ্ন করে আপনাদের দলের লোক কেন লড়ে না? আমি বলি, কর্মীদের দিয়ে আর কত লড়াব? মিথ্যা মামলা আর মার খেতে খেতে আপনাদের পিঠও দেওয়ালে ঠেকে গেছে। জিহাদিদের জন্য নন্দীগ্রামের শুভেন্দু যথেষ্ট।” আর তখনই জনগণের তরফে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে কয়েকজন, সেই সময় শুভেন্দু জানান, “ জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। আমার হাতে থাকলে ওটা এক ঘণ্টা লাগত না।” যদিও এই নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি শাসকদল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: পশ্চিমে এগোচ্ছে আন্দামানের ঘূর্ণাবর্ত! উত্তাল হবে সমুদ্র, ঘূর্ণিঝড়ের অ্যালার্ট আবহাওয়া দফতরের

অন্যদিকে আজ অর্থাৎ সোমবার কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের একবার তৃণমূলকে নিশানা করলেন নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু। রাজ্যে একাধিক ধর্ষণ, নারী নির্যাতন ইস্যুতে প্রশাসনের বিরুদ্ধেই কড়া ভাষায় তোপ দেগেছেন তিনি। নারী নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ‘বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গিয়েছে, ধর্ষকদের শেষ করার জন্য, মা কালীর খড়গটা লাগবে।’ তুলে ধরলেন অভয়া থেকে শুরু করে দুর্গাপুর মেডিক্যাল কলেজের ধর্ষণের ভয়ংকর ঘটনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join