বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম ক্রিকেটার হিসেবে জম্মু ও কাশ্মীর থেকে ভারতের হয়ে খেলেছিলেন তিনি। দীপাবলীর শুভক্ষণে অবসর ঘোষণা করলেন সেই পারভেজ রাসুল (Parvez Rasool Retirement)। সোমবার, বছর 36 এর এই ভারতীয় ক্রিকেটার স্পোর্টস্টার ক্রীড়া সংবাদমাধ্যমকে নিজের অবসরের কথা জানিয়েছেন। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও পৌঁছেছে সেই বার্তা।
ভারতের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন রাসুল
রিপোর্ট অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের বিজবেহেরায় জন্ম নেওয়া এই ক্রিকেটার আজ পর্যন্ত ভারতীয় দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। তাও আবার একদিনের একটি ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ। বলাই বাহুল্য, বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে 2014 সালে ওই ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন রাসুল। সেটাই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। এই ম্যাচে বল হাতে 10 ওভারে 60 রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন তিনি।
এছাড়াও, ভারতের জার্সি গায়ে একমাত্র টি-টোয়েন্টি খেলেছিলেন বিরাট কোহলির নেতৃত্বে। 2017 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কানপুরের সেই ম্যাচে 8 নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে সে অর্থে কিছুই করতে পারেননি তিনি। এদিন রাসুলের ব্যাট থেকে মাত্র 5 রান পেয়েছিল দল। তবে বল হাতে চার ওভারে 32 রান খরচ করে একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার।
প্রথম শ্রেণীর ক্রিকেটে রাসুল
ভারতীয় দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেললেও প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজেকে মেলে ধরেছিলেন জম্মু ও কাশ্মীর থেকে আসা প্রথম ভারতীয় ক্রিকেটার। বলে রাখি, 17 বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে এই ভারতীয় অলরাউন্ডার করেছেন 5,648 রান। একই সাথে ভেঙেছেন 352টি প্রয়োজনীয় উইকেট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ছাপ রেখেছিলেন রাসুল
বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজের ছাপ রেখেছিলেন জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার। আজ পর্যন্ত IPL এ মোট 11টি ম্যাচ খেলেছেন রাসুল। বলে রাখি, পূর্বের পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন এই ভারতীয় ক্রিকেটার। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 11 ম্যাচের যাত্রায় 4টি উইকেট এবং 17 রান করেছিলেন রাসুল।
অবশ্যই পড়ুন: নৌসেনার সাথে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর, জানুন INS বিক্রান্ত সম্পর্কিত ৬ গুরুত্বপূর্ণ তথ্য
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে 95টি ম্যাচ খেলে 352টি উইকেট ভেঙেছিলেন জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার। এদিকে 168টি ঘরোয়া একদিনের ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে 3982 রান এবং 221টি উইকেট তুলেছেন এই ভারতীয় ক্রিকেটার। পাশাপাশি ঘরোয়া টি-টোয়েন্টিতে 71টি ম্যাচ খেলে করেছেন 840 রান এবং তুলেছেন 60টি উইকেট। এবার সেই খেলোয়াড়ই ক্রিকেটকে আলভিদা জানালেন। শোনা যাচ্ছে, অবসরের কথা ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। তবে অবসর নিলেও আগামী দিনে কোচিং করানোর ইচ্ছে রয়েছে জম্মু ও কাশ্মীরের এই তারকার।