কালীপুজোর নামে খাস কলকাতায় দেদার চাঁদার জুলুমবাজি! মাথা ফাটিয়ে দেওয়া হল মৃৎশিল্পীর

Published:

Maniktala
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোর নামে কলকাতা থেকে জেলা, সমস্ত জায়গায় দেদার চাঁদা আদায় তোলা হচ্ছে যত্রতত্র! কোথাও দেখা যাচ্ছে রাজ্য সড়কেই গাড়ি থামিয়ে চাঁদার জুলুমবাজি চলছে তো কোথাও আবার বাচ্চাদের সঙ্গে নিয়েই রাজ্য সড়কে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠছে। এমতাবস্থায় চাঁদার জুলুমবাজির দাপটে মাথা ফাটল এক মৃৎ শিল্পীর। ঘটনাটি ঘটেছে মানিকতলায় (Maniktala)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই ব্যক্তিকে, ফুলে গিয়েছে চোখ।

চাঁদার জুলুমবাজি

স্থানীয় রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ রবিবার, রাত সাড়ে ১১টা নাগাদ মানিকতলায় মুরারিপুকুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কাজ সেরে বাড়ি ফিরছিলেন প্রতিমা শিল্পী পরিতোষ চক্রবর্তী। মাঝরাস্তায় কয়েকজন যুবক চাঁদার জন্য রাস্তা আটকে তাঁর। সেই নিয়েই কথা কাটাকাটি বাঁধে তাঁদের মধ্যে। বচসা এমন জায়গায় পৌঁছয় যে মারামারির পর্যায়ে পৌঁছয়। তাঁকে মাথায় আঘাত করে হামলাকারীরা। পালিয়ে যান তারা। আহত ব্যক্তির মাথায় ৫টি সেলাই পড়েছে। সেই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কী বলছেন আহত মৃৎ শিল্পী?

আহত পরিতোষ বাবু বলেন, রাতে আমি প্রতিমার সাজসজ্জার কাজ করছিলাম, প্রতিমার সাজসজ্জা শেষ করে একটা ফাস্টফুডের দোকান থেকে খেয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন ওরা হঠাৎ করে রাস্তা আটকায়। আমায় বলে, তোরা গতবার চাঁদা দিসনি। আমি বলি, দেখ ভাই কাজের মধ্যে ছিলাম, এবার দুইবারের চাঁদা দিয়ে দিচ্ছি। কিন্তু তাদের মধ্যে একটা ছেলে হঠাৎই আমার মুখে মারে। মেরে মেরে আমায় প্রায় ৫০০ মিটার পেরিয়ে, বাড়ির গলির কাছাকাছি নিয়ে আসে। কিছু একটা দিয়ে মাথায় আঘাতও করে। জানা গিয়েছে, হামলাকারীরা এলাকারই বাসিন্দা। ইতিমধ্যেই আহত ওই ব্যক্তির ছেলে মানিকতলা থানায় এফআইআর দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীর পাশাপাশি কড়া পর্ষদের নিয়ম জারি ডিআই-এসআইদেরও জন্য

কিছুদিন আগে সিউরিতে কালীপুজোর চাঁদা না দেওয়ায় আক্রান্ত হতে হয়েছিল সস্ত্রীক সেনা জওয়ানকে। অভিযোগ স্ত্রীকে নিয়ে ওই জওয়ান তাঁর ৫ মাসের অসুস্থ বাচ্চাকেনিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন টোটোতে করে। কিন্তু সিউড়ির বড়বাগানের ৫-এর পল্লি এলাকায় তাঁদের টোটো পৌঁছতেই স্থানীয় ক্লাব সদস্যরা কালীপুজোর চাঁদা নেওয়ার জন্য পথ আটকায়। কিন্তু সেনা সেই সময় তাঁদের অনুরোধ করে বলে যে বাচ্চাকে ডাক্তার দেখিয়ে এসে চাঁদা দেবে, আর সেই অনুরোধ না রেখে ক্লাবের সদস্যরা পাল্টা মারধর করে সেনাকে। যদিও পড়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join