সৌভিক মুখার্জী, কলকাতা: দীপাবলির দিন একধাক্কায় অনেকটাই দরপতন হল সোনা রুপোর (Gold And Silver Price)। শুধু রুপোর দরই পতন হয়েছে ১৭ হাজার টাকা। পাশাপাশি হলুদ ধাতুর দামও অনেকটাই তলানিতে ঠেকেছে। তাই এই উৎসবের উপলক্ষে যারা সোনা বা রুপো কিনতে আগ্রহী, তাদের জন্য এটি দারুণ সুযোগ। রিপোর্ট বলছে, আজ সোনার দামও ৫ হাজার টাকা কমেছে। সবিস্তরে জানতে হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনটিতে।
১৭ হাজার টাকা কমল রুপোর দাম
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর MCX-এ রুপোর দাম ছাড়িয়ে গিয়েছিল ১ লক্ষ ৭০ হাজার টাকা। তবে এখন তা দাঁড়িয়েছে মাত্র ১ লক্ষ ৫৩ হাজার টাকায়। ফলত রেকর্ড উচ্চতা থেকে ১৭ হাজার টাকা পতন হয়েছে সাদা ধাতুর দর। এমনকি শুধু আজই রুপোর দর পতন হয়েছে ৪ হাজার টাকা।
এদিকে MCX-এ সোনার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে ১৬ অক্টোবর প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৩২ হাজার টাকা। তবে আজ তা বিকোচ্ছে মাত্র ১ লক্ষ ২৬ হাজার টাকায়। অর্থাৎ, সোনার দাম রেকর্ড উচ্চতা থেকে ৫ হাজার টাকা তলানিতে ঠেকেছে। কিন্তু হ্যাঁ, আজ সামান্য ঊর্ধ্বগতি সোনার বাজার।
৪ হাজার টাকা পতন সোনার দর
এদিকে ইন্ডিয়ান বুলিয়ান মার্কেটে সোনার দাম অনেকটাই কমেছে। কারণ ১৭ অক্টোবর ২৪ ক্যারেট সোনার দাম ছিল যেখানে ১ লক্ষ ৩০ হাজার ৮৩৪ টাকা, সেখানে আজ কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৭৩০ টাকায়। মোদ্দা কথা, ২৪ ক্যারেট সোনার দাম ৪ হাজার টাকা কমেছে। বলাবাহুল্য, ১৭ অক্টোবর থেকে ইন্ডিয়ান ধুলিয়ান মার্কেটে সোনার দাম আপডেট করা হয়েছে।
একই সূত্রে ২৩ ক্যারেট সোনার দাম ৪ হাজার টাকা কমেছে। আর এখন তার দাম দাঁড়িয়েছে মাত্র ১ লক্ষ ২৬ হাজার ২২৩ টাকা। ওদিকে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে আজ ১ লক্ষ ১৬ হাজার ৮৫ টাকায়, যা ৩ হাজার টাকার বেশি পতন। অন্যদিকে ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৮ টাকা, যা ৩ হাজার টাকার বেশি পতন।
আরও পড়ুনঃ ট্রেনে সিট না পেয়ে বোমার হুমকি! যোগী রাজ্যে গ্রেপ্তার দুই ভাই
রুপোর দরের তলানি
ইন্ডিয়ান বুলিয়ান মার্কেটে গত ১৭ অক্টোবর রুপোর দাম ছিল প্রতি কেজিতে ১ লক্ষ ৭১ হাজার ২৭৫ টাকা। কিন্তু আজ তাঁর দাম ১১ হাজার টাকারও বেশি কমেছে। আর এখন তা দাঁড়িয়েছে মাত্র ১ লক্ষ ৬০ হাজার ১০০ টাকায়। ফলের সাদা ধাতু গ্রাহক বা ক্রেতাদের জন্য এটি হতে চলেছে একেবারে সোনায় সোহাগা অফার। তবে হ্যাঁ, এই আপডেট করা দামগুলি IBJA.com ওয়েবসাইটে দেওয়া এবং জিএসটি ও মেকিং চার্জ ছাড়াই। কবে গয়না কিনতে গেলে অতিরিক্ত জিএসটি এবং মেকিং চার্জ ধরা হবে। তাই অবশ্যই হিসাব বুঝেই সিদ্ধান্তের পথে এগোবেন।