প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর ছুটি উপভোগ করতে সকলেই এখন পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে বেরিয়ে পড়েছে। কেউ বেনারস, কেউ কাশ্মীর, যার দরুন উৎসবের মরশুমে যাত্রী সংখ্যা বাড়ছে দিনের পর দিন। তাই সেক্ষেত্রে রেল যাত্রী পরিষেবায় কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই নয়াদিল্লি রেল স্টেশনে সারপ্রাইজ ভিজিট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। ঘুরে দেখলেন স্টেশন চত্বর। এমনকি সরাসরি কথা বললেন রেল যাত্রীদের সঙ্গে।
সারপ্রাইজ ভিজিট রেল মন্ত্রীর
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার সকালে আচমকাই দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে হাজির হলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও সতীশ কুমার, উত্তর রেলওয়ের মহাপরিদর্শক অশোক কুমার ভার্মা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসলে দীপাবলী উপলক্ষে ছুটি চলছে সকলের, আর এই ছুটির ফাঁকে অনেকেই পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে পড়েছেন ছুটি কাটাতে। তাই পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সারপ্রাইজ ভিজিট করলেন রেলমন্ত্রী। নতুন দিল্লি রেল স্টেশনের কন্ট্রোল রুমেও যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যেখানে সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে নিরাপত্তা এবং যাত্রীদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। কথা বলেন রেলের আধিকারিকদের সঙ্গেও।
ভুয়ো ভিডিও নিয়ে কড়াকড়ি
এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্টেশন পরিদর্শনকালে, স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, হোল্ডিং এরিয়া এবং যাত্রীদের জন্য যে সকল সুযোগ-সুবিধা প্রদান করে রেল সেই সবটা পর্যবেক্ষণ করেন তিনি এবং যাত্রীদের কাছ থেকে সরাসরি প্রতিক্রিয়া গ্রহণ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বা যারা রেলওয়ে সম্পর্কিত ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন রেলমন্ত্রী। এছাড়াও যাত্রীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি করে এমন বিভ্রান্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় যাতে আর কেউ শেয়ার না করে তার জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন: কালীপুজোর নামে খাস কলকাতায় দেদার চাঁদার জুলুমবাজি! মাথা ফাটিয়ে দেওয়া হল মৃৎশিল্পীর
রেলমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, “বিপুল যাত্রীর চাপ থাকা সত্ত্বেও কোনও অসুবিধা যাতে না হয়, তা নিশ্চিত করতে রেলওয়েতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার।” এছাড়াও ওইদিন দিল্লির পরিবেশ দূষণ নিয়েও অবগত হয়েছেন রেলমন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন এইসময় দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। শুধু তা-ই নয়, গ্রেটার নয়ডায় বাতাসের গুণগত মানও ভয় ধরানোর মতোই। প্রতি বছরই এই সময় বাতাসের দূষণ নিয়ে উৎকণ্ঠায় থাকেন দিল্লিবাসী। তবে এ বার দীপাবলির আগে থেকেই রাজধানীর বায়ুদূষণ চিন্তায় ফেলেছে।