সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। দাদুর হাতে নাতনি খুন, হংকংয়ে বিমান দুর্ঘটনা, ট্রাম্পের হুঁশিয়ারি, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) হংকংয়ে বিমান দুর্ঘটনায় মৃত ২
হংকংয়ে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা। জানা যাচ্ছে, দুবাই ফেরত এমিরেটস এয়ারলাইন্সের পণ্যবাহী বিমান আজ সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৩ঃ৫০ মিনিট নাগাদ অবতরণ করার কথা ছিল। আর সেখানে পাইলট সহ চারজন বিমান কর্মী ছিল। তবে রানাওয়ে থেকে হঠাৎ পিছলে সমুদ্রে পড়ে যায় ওই বিমানটি। এমনকি দুর্ঘটনার সময় সামনে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা লাগে। আর এতে দু’জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনায় যে সমস্ত বিমান কর্মীরা ছিলেন, তারা চিকিৎসাধীন। কারোর কোনও বড় আঘাত লাগেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা
সাত সকালেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে খুনের চেষ্টা। হ্যাঁ, আজ কালীপুজোর সকালে বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের অফিসের সামনে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বিধায়ক নির্মল দত্তকে গুলি করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা। সকাল সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। পরপর দুটি গুলি ছোড়া হয়। কিন্তু গুলি দুটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য অল্পের জন্যই তিনি রক্ষা পেয়েছেন। এরপর দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে তার। এমনকি সে সময় বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে ওই দুষ্কৃতীরা এবং পালিয়ে যায়। তবে তিনি জানিয়েছেন, যারা দুষ্কৃতী তাদের কোনও জাত নেই। আমি কাউকে সন্দেহ করছি না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) পিডব্লিউডি’র জায়গায় অবৈধভাবে গাছ কাটছে পঞ্চায়েত প্রধান
পিডব্লিউডি এর জায়গায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ, তাও তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জানা যাচ্ছে, সম্প্রতি পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পাদিত্য গোস্বামী গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন। এমনকি যিনি গাছ কাটছিলেন, তিনি প্রধানের আদেশ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন বাসিন্দারা। গতকাল কালনা ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার ধারে স্থানীয়রা গাছ কাটতে দেখে। তবে জিজ্ঞাসা করাতেই তারা জানতে পারে, তিনটে গাছের জন্য ৮ হাজার টাকা দিয়েছেন প্রধান। আর তিনিই অনুমতি দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি ডিআই-এসআইদেরও সতর্কবার্তা পর্ষদের
মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি এবার ডিআই এবং এসআইদেরও জন্যও কড়া নির্দেশিকা জারি করল পর্ষদ। আর সেখানে জানানো হয়েছে, জেলা পরিদর্শক বা বিদ্যালয় পরিদর্শকদের সন্তানরা ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বসলে সংশ্লিষ্ট ডিআই এবং এসআইরা পরীক্ষা ব্যবস্থা সঙ্গে যুক্ত থাকতে পারবে না। এমনকি এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন যে, ডিআই ও এসআইদেরও সন্তানরা যদি মাধ্যমিক পরীক্ষা দেয়, সেক্ষেত্রে তারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে কোনওভাবেই জড়িত থাকতে পারবে না। কারণ, গতবার প্রশ্নপত্রের গোপনীয়তা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ঢাকা বিমানবন্দরে আগুন লাগায় এক মিলিয়ন ডলার ক্ষতি
ঢাকা বিমানবন্দরে আগুন লাগার জন্য বিরাট ক্ষয়ক্ষতি বাংলাদেশের। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, দেশটির অন্তত সাতটি ইন্টারন্যাশনাল এয়ার কার্গো কুরিয়ারের মাধ্যমে আমদানি এবং রপ্তানি কার্যক্রম পরিচালিত হত। এদিকে বিমানবন্দরের যে কার্গোতে আগুন লেগেছিল, সেখানেই মূলত আমদানি এবং রপ্তানির জন্য বিভিন্ন পণ্য সংরক্ষণ করে রাখা হত। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি যে কতটা ক্ষতি হতে পারে, তার হিসাব যদিও এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এর কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রপ্তানিতে অন্তত এক বিলিয়ন ডলারের বেশি প্রভাব পড়তে পারে বলেই রিপোর্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) স্মার্টফোন কেনার টাকায় ‘না’ অঙ্গনওয়াড়ি কর্মীদের
সম্প্রতি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেটা এন্ট্রি এবং উন্নত পরিষেবার জন্য আশা কর্মীদের স্মার্টফোন কেনার ১০ হাজার টাকা করে পাঠিয়েছেন। তবে সেই টাকা নিয়ে এবার গন্ডগোল বাঁধল। জানা যাচ্ছে, প্রশাসনিক গাইডলাইন নিয়ে অনেকে অমত প্রকাশ করেছে। আর শনিবার বালুরঘাট ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের দ্বারস্থ হয়েছে কিছু কর্মীরা। সেখানে একজন জানিয়ে দেন, আমাদের কোনওরকম সমস্যা নেই। নির্দেশিকায় যা লেখা আছে, আমরা সমস্ত গাইডলাইন মেনে চলব। তবে এও লেখা রয়েছে যে, গাইডলাইনের কোনও কিছু লংঘন হলে আমাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এইসব মেনে নেওয়া সম্ভব না। তাহলে ১০ হাজার টাকার দরকার নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) দীপাবলির দিন কয়েক মিনিটেই ৬৭ হাজার কোটি টাকা আয় করলেন মুকেশ আম্বানি
দীপাবলীর দিনই বিরাট কীর্তি গড়লেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, মাত্র কয়েক মিনিটের মধ্যেই আজ তার ৬৭ হাজার কোটি টাকা আয় হয়েছে। হ্যাঁ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারগুলি কমপক্ষে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে আজ। বিএসসি-তে রিলায়েন্সের স্টক ৩.৫০ শতাংশ পর্যন্ত বেড়ে ১৪৬৬.৫০ টাকায় গিয়েছিল। এদিকে শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ায় কোম্পানির মোট মূল্য ছিল ১৯,১৭,৪৮৩.৭১ কোটি টাকা। আর ট্রেডিং সেশনের সময় তা দাঁড়ায় ১৯,৪৬৯.৩৩ কোটি টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে চড়া হারে শুল্ক, হুঁশিয়ারি ট্রাম্পের
ফের শুল্ক নিয়ে ভারতের উপর চড়াও হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতকে শুল্ক দিয়েই মূল্য চোকাতে হবে। কারণ, ভারত নাকি রাশিয়া থেকে তেল কিনে তাদের ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জন্য শক্তি বাড়িয়ে দিচ্ছে। যদিও ট্রাম্পের দাবি অনুযায়ী, নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছিল যে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে দিল্লির পক্ষ থেকে তা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়। এবং বলা হয়, ট্রাম্পের সঙ্গে কোনওরকম ফোনালাপ হয়নি মোদীর। তবে আজ তিনি সাফ জানিয়ে দিলেন যে, যদি ভারত তেল কেনা বন্ধ না করে, তাহলে চিনের মতোই বাড়তি শুল্ক দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) দাদুর হাতেই সোনারপুরের ৫ বছরের শিশু কন্যা খুন
গতকাল সন্ধ্যাবেলা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এক শিশু কন্যার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। জানা যায়, ওই শিশু কন্যার মা এবং বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে তার দাদু, দিদা এবং কাজের লোক ছিল। তবে তার মধ্য দিয়েই ঘটেছে এরকম খুনের ঘটনা। তবে আজ পুলিশ তদন্ত করে জানতে পারে যে, তার দাদুই তাকে খুন করেছে। এমনকি তার দাদু নিজেই পুলিশের কাছে সমস্ত দোষ স্বীকার করেছে। জানা যাচ্ছে, তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত। কোনও শিশুকে সহ্য করতে পারেন না। আর সে কারণেই গতকাল সন্ধ্যাবেলা ধারালো অস্ত্র দিয়ে নিজের নাতনিকে খুন করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ট্রেনে সিট না পাওয়ায় ছড়ায় বোমাতঙ্ক, গ্রেপ্তার যোগী রাজ্যের দুই ভাই
ট্রেনের সিট না পাওয়ায় বোমাতঙ্ক ছড়াল দুই যুবক। এমনকি গ্রেপ্তার হয়েছে উত্তরপ্রদেশে ওই দুই ভাই। জানা যাচ্ছে, ঘাতামপুরের বাসিন্দা দীপক চৌহান এবং তার ভাই অঙ্কিত চৌহান বাড়ি ফেরার পথে আম্রপালি এক্সপ্রেসে উঠেছিলেন। তবে বৃহস্পতিবার রাতে ট্রেনে ওঠার সময় জেনারেল বগিতে তারা সিট পাননি। চার ঘন্টা অপেক্ষা করে ট্রেনটি যখন উত্তরপ্রদেশের এটহা স্টেশনে পৌঁছয়, তখন কিছু যাত্রীদের মধ্যে তাদের ঝামেলা হয়। আর তারপরেই তারা ঠিক করে নেয় যে, ট্রেনে বোমাতঙ্ক ছড়াবে। এমতাবস্থায় পুলিশকে যখন তারা ফোন করে, তখন ভয়তে কিছু যাত্রী নেমে পড়ে। কিন্তু পুলিশ দেখে তারাও পালায়। যদিও পুলিশ পরদিন সকালে ফোন ট্র্যাক করে তাদেরকে আটক করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন