কালীপুজো মিটতেই ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি, ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে! আবহাওয়া আপডেট

Published:

cyclone alert
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ কালীপুজোর পরেই ঘূর্ণিঝড় (Cyclone Alert)! ফের একবার বদল আবহাওয়ার। একদিকে যখন ইতিমধ্যে সাল শেষ হওয়ার কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মানুষ, ঠিক তখনই ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হতে চলা গভীর নিম্নচাপ ভালোরকমভাবে ভাবাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীদের। যদিও এখনও অবধি হলফ করে কেউ বলতে পারেননি যে ঘূর্ণিঝড় তৈরি হবেই হবে, তবে বিভিন্ন জায়গায় আগাম সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বাংলাতেও নতুন করে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হ্যাঁ ঠিকই শুনেছেন।

সতর্কতা জারি হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর বায়ুমন্ডলের উপবিস্তরের ঘূর্ণাবর্তটি অব্যাহত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হলেও হতে পারে। এদিকে ইতিমধ্যে আন্দামানে শুরু হয়েছে বৃষ্টি, উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এহেন পরিস্থিতিতে মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয় মানুষ এবং পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে বলে খবর।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

অপরদিকে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলের কিছু জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও বাকি জেলাগুলিতে আজ থেকে আগামী বৃহস্পতিবার অবধি কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর শুক্রবার থেকে আমূল বদলে যাবে বাংলার আবহাওয়ার মতিগতি। ফের ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়।

আরও পড়ুনঃ বইবে ৬০ কিমি বেগে ঝড়, ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘আঁখি’! জারি সতর্কতা

আলিপুরের তরফে জানানো হয়েছে, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার অবধি চলবে বৃষ্টি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join