শীতলকুচিতে ‘ধুম’ স্টাইলে দামি বাইকে করে ছাগল চুরি! ধরা পড়তেই বেদম পেটাল জনতা

Published:

Updated:

Sitalkuchi
Follow

প্রীতি পোদ্দার, শীতলকুচি: সোনাদানা, টাকাপয়সা ছেড়ে এবার চলছে ছাগল চুরির প্রতিযোগিতা! ঠিক তাই, একজন খবরের কাগজ খুললেই ছাগল চুরির খবর উঠে আসে পাতায়। আর এ হেন চুরির ধরন দেখে অবাক সকলে। চারচাকা ও বাইক নিয়ে রীতিমত চুরি করা হচ্ছে ছাগল। এবার এমনই ঘটনা ঘটল কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi)। যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ইদানিং কোচবিহারের শীতলকুচিতে একাধিক জায়গায় ছাগল চুরির খবর পাওয়া গিয়েছে। এমতাবস্থায় গতকাল অর্থাৎ সোমবার কালীপুজোর দিন সকালে দুই যুবক বাইকে করে এসে সেখানকার একটি ছাগলকে চুরি করে নিয়ে যায়। পরিবার সজাগ হয়ে চেঁচামেচি করতেই প্রতিবেশীরা ছুটে এসে তাদের ধাওয়া করে। এদিকে স্থানীয়রা ধাওয়া করলে শীতলকুচি সিতাই রাজ্য সড়কে বাইকের গতি বাড়িয়ে দেন ওই দুই যুবক। তুমুল বেগে ছুটতে থাকে বাইক। কিছুতেই ধরতে পারা যায় না তাদের। অবশেষে বহু দূর যাওয়ার পর ধরা হয় ছাগল দুই চোরকে। ফেলে দেওয়া ওই মোটরসাইকেল ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয় এদিন। মারধরও করা হয় ওই দুই যুবককে। শেষে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা এবং উদ্ধার করে হয় চুরি যাওয়া ছাগলটিকে।

আরও পড়ুন: “মুখ্যমন্ত্রী ১০০ টাকা দিলে ২৫ টাকার কাজ হয়!” বিস্ফোরক TMC বিধায়ক জাকির হোসেন

ছাগল নিয়ে বচসা

উল্লেখ্য কিছুদিন আগে কোচবিহারের শীতলকুচির পঞ্চারহাট এলাকায় গবাদি পশু জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে তুমুল বচসা বেঁধেছিল। রীতিমত মারধর শুরু হয়ে যায়, আর তাতেই মৃত্যু হয় এক মহিলার। অভিযোগ, মৃতার বাড়ির ছাগল প্রতিবেশীর জমিতে বিচরণ করতে চলে গিয়েছিল। আর তারপর প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এমন সময় ওই প্রতিবেশী মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। এর ফলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই মহিলা। গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাঁকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join