বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2025) শুরু থেকেই সংগ্রাম করেছে বাংলাদেশ। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। সোমবার দিপাবলির শুভদিনে শ্রীলঙ্কার কাছে জেতা ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিগার সুলতানার বাংলাদেশ। 6 ম্যাচের 5টিতে হার এবং একটিতে জয় নিয়ে মাত্র 2 পয়েন্ট সংগ্রহ করেছিল ওপার বাংলার মহিলা দল।
লড়াই করেও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের মুখ খুলতে পারেনি বাংলাদেশ
সোমবার, কালীপুজোর দিন প্রথমে ব্যাট করতে নেমে 48.5 ওভারে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কার মহিলা দল। এদিন তাদের সংগ্রহ ছিল 202 রান। পরবর্তীতে লঙ্কানদের 203 রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুটা খুব একটা চমকপ্রদ হয়নি বাংলাদেশের। তবে ধীরে ধীরে ছন্দে ফেরে তারা। এদিন শারমিন আখতার এবং নিগার সুলতানা জুটির দুরন্ত ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি।
ম্যাচের মাঝেই আচমকা ক্র্যম্পের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে যান বাংলাদেশের মহিলা ক্রিকেটার শারমিন। এদিকে ম্যাচের হাল ধরতে গিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক নিগার। যদিও বাকিদের চেষ্টাতে একটা পর্যায়ে পৌঁছে 12 বলে 12 রান প্রয়োজন ছিল ওপার বাংলার মেয়েদের। 6 উইকেট হাতে রেখে সহজেই সেই লক্ষ্য পূরণ করে ফেলতে পারতো বাংলাদেশ, যদি না মাত্র 7 বলের ব্যবধানে তাদের পাঁচ উইকেট পড়ত।
এদিন শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে কার্যত দাবানলের গতিতে উইকেট হারায় বাংলাদেশ। তাতে একেবারে জয়ের দোরগোড়ায় গিয়েও ফিরে আসতে হল নিগারদের। গতকাল 9 উইকেটের পর আর কোনও ক্ষতি হয়নি বাংলাদেশের, তবে শেষ হয়ে গিয়েছিল নির্ধারিত সময়ে। ফলে ভাগ্যক্রমে 7 রানের ব্যবধানে জিতে যায় শ্রীলঙ্কা। এদিকে সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।
অবশ্যই পড়ুন: চাওয়ালার থেকে উদ্ধার ১.০৫ কোটি টাকা, কাঁড়ি কাঁড়ি গয়না, ৮৫টি এটিএম কার্ড!
উল্লেখ্য, সেমিফাইনালে ওঠার রাস্তা এখনও বন্ধ হয়নি ভারতের। কাজেই সেই আসর নিশ্চিত করতে হলে আসন্ন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে হরমন সেনাকে। আগামী রবিবার ভারতের বিপক্ষে বাংলাদেশ মহিলা দলের নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচটাই জিততেই হবে টিম ইন্ডিয়াকে। যদিও তার আগে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই পর্বে পৌঁছতে হবে হরমনপ্রীত, স্মৃতি মান্ধানাদের।