এটিই হল ভারতর সবথেকে নিঃসঙ্গ গ্রাম, বন্ধ থাকে টানা ৬ মাস, কীভাবে যাবেন? রইল রুট

Published:

sural bhatori
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ হিমাচল প্রদেশ…ভারতের এক সুন্দর পর্যটন কেন্দ্র। এই জায়গাটি ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গের থেকে কম কিছু নয়। প্রতি বছর এই পাহাড়ি রাজ্যে কয়েক লক্ষ পর্যটক পাড়ি জমান। কেউ যান শিমলা, কুলু মানালি, তো কেউ আবার যান স্পিতি। সে এক স্বর্গীয় অনুভূতি। তবে আজ আপনাদের এই হিমাচলের চিরাচরিত কোনও জায়গা সম্পর্কে তথ্য দেব না, আজ আপনাদের সামনে হিমাচলের বুকে লুকিয়ে থাকা এমন এক জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনি আর ফিরে আসতে চাইবেন না কিংবা ফিরে এলেও বারবার সেখানে যাওয়ার দিব্যি কেটে নেবেন। আজ কথা হবে ভারতের সবথেকে নিঃসঙ্গ গ্রাম নিয়ে যা আছে এই হিমাচল প্রদেশেই।

যাবেন নাকি ভারতের এই নিঃসঙ্গ গ্রামে?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ভারতে আবার নিঃসঙ্গ গ্রাম আছে নাকি? উত্তর হল হ্যাঁ। আজ কথা হচ্ছে সুরাল ভাটোরি (Sural Bhatori) নিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৩০০ ফুট উপরে অবস্থিত পাঙ্গির সুরল ভাটোরি এক সুন্দর এবং একইসঙ্গে নিঃসঙ্গ গ্রামও বটে। আপনি যদি একটু অ্যাডভেঞ্চারপ্রেমী হন তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম আদর্শ। গরম থেকে মুক্তি পেতে বা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে পাঙ্গি উপত্যকার সুরল ভাটোরিতে প্রতি বছর বহু মানুষ যান।

তারা রাতে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে মনোরম আবহাওয়া উপভোগ করেন। এই এলাকাটি তুষারাবৃত পাহাড়ে ঘেরা। পর্যটকরা সবুজ মাঠের মাঝে নিজেদের উপভোগ করেন। বন্ধু বান্ধব, প্রিয় মানুষের সঙ্গে রাতে খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে, গিটার হাতে স্থানীয় গান বাজিয়ে মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন। এখানে রয়েছে পালাম ছোলের জলপ্রপাত, যা দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। তবে এই গ্রাম কিছু মাসের জন্য আবার বন্ধও থাকে।

আসলে এই গ্রামে এতটাই তুষারপাত হয় যে টানা ৬ মাস বন্ধ থাকে। আবার বেশি তুষারপাত হলে এই সময়টা ৮ মাস অবধি হতে পারে। এক কথায় এই টানা কয়েক মাস সবকিছু থেকে যেন একদম বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামটি। এই গ্রামে রয়েছে ১০০টির বেশি জলপ্রপাত, যা আপনি দেখে শেষ করতে পারবেন না। এই গ্রামে বাস করে মাত্র কয়েকশো পরিবার। জানলে অবাক হবেন, শীতকালে এই গ্রাম ৫০ ফুট গভীর বরফে ঢেকে যায়। যার ফলে ভারতের মূল ভূখণ্ড থেকে এই গ্রামটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মেলে না কোনও সুযোগ সুবিধাও।

কীভাবে পৌঁছাবেন?

এই গ্রামে যাওয়া কিন্তু মুখের কথা নয়। এই গ্রামে যেতে হলে আপনাকে এমন অনেক দুর্গম পথ আছে যা অতিক্রম করতে হবে। আপনাকে পেরতে হবে কুখ্যাত সাচ পাস। যাইহোক, আপনি যদি কলকাতা থেকে যেতে চান তাহলে আপনাকে ট্রেনে করে পাঠানকোট রেলস্টেশনে নামতে হবে। এরপর এখান থেকে গাড়ি করে চাম্বা তারপর সেখানে থাকা বরাগাঁও এক রাত স্টে করতে হবে। এরপর পরের দিন আগে থেকে ঠিক করে রাখা গাড়ি করে পাড়ি দিতে পারেন ভারতের এই নিঃসঙ্গ গ্রামে। পথের মাঝে পড়বে ভয়ঙ্কর সাচ পাস, যা পার করা মুখের কথা নয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join